হোম অর্থ ও বাণিজ্য জোয়ারের পানিতে তলিয়ে গেছে খাতুনগঞ্জ, ভোগান্তিতে ব্যবসায়ীরা

বাণিজ্য ডেস্ক :

চট্টগ্রামে জোয়ারের পানিতে তলিয়ে গেছে দেশের ভোগ্যপণ্যের বৃহত্তম পাইকারি বাজার খাতুনগঞ্জ। হাঁটুপানিতে চলাচল করতে চরম দুর্ভোগে পড়তে হচ্ছে সাধারণ মানুষ থেকে শুরু করে ব্যবসায়ীদের। জলাবদ্ধতা নিরসন প্রকল্পের আওতায় স্লুইচ গেটের কাজ শেষ না হওয়ায় জোয়ারের পানি থেকে মুক্তি মিলছে না বলে অভিযোগ করেন ব্যবসায়ীরা।

বৃষ্টি নেই, রোদ ঝলমলে পরিবেশ। অথচ হাঁটুপানিতে ডুবে গেছে দেশের ভোগ্যপণ্যের সবচেয়ে বড় পাইকারি বাজার খাতুনগঞ্জ ও আছাদগঞ্জ। পূর্ণিমার কারণে জোয়ারের পানির উচ্চতা থাকে সবচেয়ে বেশি। ফলে বৃষ্টি না হলেও এ সময় নিচু এলাকাগুলো পানির নিচে তলিয়ে যায়।

হঠাৎ করেই জোয়ারের পানিতে তলিয়ে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন ব্যবসায়ী ও সাধারণ মানুষ। তারা বলেন, আমরা সারা বছরই এ সমস্যার সম্মুখীন হই। আজ তো বৃষ্টি হয়নি। বৃষ্টি হলে পানি আরও বেড়ে যায়। সেই সঙ্গে আমাদের ভোগান্তিও বাড়ে। এ ছাড়া আগে নালায় পানি চলে যেত। এখন নালার ওপর দোকান হওয়ায় ও ময়লা জমায় পানি জমে যাচ্ছে।

সেই সঙ্গে গুদামে পানি প্রবেশ করে ভোগ্যপণ্য ভিজে নষ্ট হয়ে যাওয়ায় ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন ব্যবসায়ীরা। তারা জানান, পানির কারণে ক্রেতারা এখানে আসতে পারেন না। রাস্তায় এমনভাবে পানি উঠলে তাদের প্রত্যাশিত পরিমাণে বিক্রি হয় না। ক্রেতা পানি পার হয়ে কীভাবে আসবেন?

কর্ণফুলী ড্রেজিং করা না হলে ও খালের মুখগুলোতে স্লুইচ গেট বসানো না হলে এ অবস্থা থেকে পরিত্রাণ মিলবে না বলে জানান ব্যবসায়ী নেতা মো. মহিউদ্দীন।

উল্লেখ্য, চট্টগ্রামে কয়েক বছর ধরে জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজ চললেও সুফল মিলছে না।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন