আন্তর্জাতিক ডেস্ক :
এবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির নিজ শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। বুধবার (১৪ সেপ্টেম্বর) ইউক্রেনের মধ্যাঞ্চলের সবচেয়ে বড় শহর ক্রিভি রিহতে পরপর আটটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। রুশ যুদ্ধবিমান থেকে এসব ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। এ হামলার খবর ইউক্রেনীয় প্রেসিডেন্ট নিজেই নিশ্চিত করেছেন।
আল জাজিরার খবরে বলা হয়েছে, হামলার কয়েক ঘণ্টা পর বৃহস্পতিবার এক ভিডিও বার্তায় জেলেনস্কি রাশিয়াকে আবারও ‘সন্ত্রাসী রাষ্ট্র’ করেন। তিনি বলেন, ক্ষেপণাস্ত্রগুলো তার নিজ শহর ক্রিভি রিহ’র কারাচুনোভ রিজার্ভার ড্যাম নামে বড় একটি বাঁধে আঘাত হেনেছে। এতে ওই অঞ্চলে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। শহরের বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার পরামর্শ দেয়া হয়েছে।
ক্রিভি রিহ ভলোদিমির জেলেনস্কির জন্মস্থান। ১৯৭৮ সালে শহরের এক সম্ভ্রান্ত ইহুদি পরিবারে জন্মগ্রহণ করেন এবং এখানেই বেড়ে ওঠেন তিনি।
ক্ষেপণাস্ত্র হামলায় ক্রিভি রিহ শহরের দুটি জেলার অন্তত ২২টি সড়ক ঝুঁকিপূর্ণ বলে জানিয়ে সতর্ক করেছেন শহরের প্রধান ওলেক্সান্ডার ভিলকুল। কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতি সেকেন্ডে ১০০ কিউবিক মিটার পানি প্রবাহিত হচ্ছে। এছাড়া পাশের ইনহুলেটস নদীতে পানির স্তর বিপজ্জনকভাবে বাড়ছে।
এদিকে রাজধানী কিয়েভে জেলেনস্কি এক সড়ক দুর্ঘটনার কবলে পড়ে আহত হয়েছেন বলে খবরে জানানো হয়েছে। বুধবার (১৪ সেপ্টেম্বর) উত্তর-পূর্বাঞ্চলীয় প্রদেশ খারকিভের পুনর্দখল করা ইজিয়াম শহর পরিদর্শন শেষে রাজধানীতে ফেরার পথে তার গাড়ি বহর দুর্ঘটনার কবলে পড়ে।
বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) ইউক্রেনীয় প্রেসিডেন্টের প্রেস সচিবের বরাতে সিএনএন জানায়, দুর্ঘটনার পর তৎক্ষণাৎ জেলেনস্কিকে অ্যাম্বুলেন্সে সরিয়ে নেয়া হয়। চিকিৎসক প্রেসিডেন্টকে পরীক্ষা করে দেখেছেন, গুরুতর আহত হননি প্রেসিডেন্ট।
বুধবার (১৪ সেপ্টেম্বর) ইউক্রেনের খারকিভের উত্তর-পূর্বাঞ্চল ইজিয়াম শহর পরিদর্শন করেন তিনি। সম্প্রতি রুশ বাহিনীর বিরুদ্ধে লড়াই করে ইজিউম পুনরুদ্ধার করেছে ইউক্রেনীয় যোদ্ধারা। ইজিয়াম পরিদর্শনের পর জেলেনস্কি অঙ্গীকার করেন, রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনকে জয়ের পথে নেতৃত্ব দেবেন তিনি।
