হোম আন্তর্জাতিক জেলেনস্কির ‘আয়নাঘরে’ ভয়ংকর নির্যাতনের বর্ণনা দিলেন ইউক্রেনের এমপি

জেলেনস্কির ‘আয়নাঘরে’ ভয়ংকর নির্যাতনের বর্ণনা দিলেন ইউক্রেনের এমপি

কর্তৃক Editor
০ মন্তব্য 21 ভিউজ

আন্তর্জাতিক ডেস্ক:
প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির নির্দেশে ইউক্রেনের গোয়েন্দা সংস্থা এসবিইউ-এর হাতে অপহরণ ও নির্যাতনের ভয়ংকর অভিজ্ঞতার বর্ণনা দিয়েছেন দেশটির ‘পলাতক’ এক এমপি। জেলেনস্কির দলে থাকলেও পরে স্বতন্ত্র হয়ে যাওয়া এই এমপিকে মূলত ‘বিরোধীদলীয় কর্মকাণ্ডের কারণে’ টার্গেট করা হয়েছে।

আর্টিওম দিমিত্রুক নামের এই এমপি দাবি করেছেন, জেলেনস্কি ইউক্রেনের নিরাপত্তা পরিষেবাকে (এসবিইউ) তাকে অপহরণ করে হত্যার নির্দেশ দেন। ২০২২ সালে কৃষ্ণ সাগরের বন্দর শহর ওডেসায় একটি ঘটনার সময় এসবিইউ এজেন্টরা তাকে ধরে নেয় এবং মারাত্মকভাবে মারধর করে।

তিনি নির্যাতনের ছবি এবং ভিডিও প্রমাণ সরবরাহ করে বলেছেন, এটি ইউক্রেনের রাজনৈতিক দমন-পীড়নের একটি বৃহত্তর প্যাটার্নের অংশ। বিশেষ করে কর্তৃপক্ষের সাথে দ্বিমত পোষণ করার জন্য হাজার হাজার লোককে নির্যাতন, অপহরণ বা এসবিইউ-এর গোপন বেসমেন্টে রাখা হয়েছে।

দিমিত্রুক ২০১৯ সালে জেলেনস্কির সার্ভেন্ট অফ দ্য পিপল পার্টির অংশ হিসেবে সংসদে নির্বাচিত হন। দুই বছর পর তাকে দল থেকে বহিষ্কার করা হয় এবং তিনি একজন স্বতন্ত্র এমপি হিসেবে দায়িত্ব পালন চালিয়ে যান।

২০২৪ সালের আগস্টে তিনি দেশ ছেড়ে পালিয়ে যান এবং দাবি করেন, কর্তৃপক্ষ তাকে ‘বরখাস্ত’ করার ষড়যন্ত্র করেছে। একজন পুলিশ অফিসারকে আক্রমণ এবং তার বন্দুক চুরির চেষ্টা করার অভিযোগে দিমিত্রুককে ওয়ান্টেড তালিকায় রেখেছে কিয়েভের প্রসিকিউটর জেনারেলের অফিস।

শুক্রবার (২১ মার্চ) এক্স-পোস্ট করা একটি ভিডিওতে আর্টিওম দিমিত্রুক প্রেসিডেন্ট জেলেনস্কি এবং তার চিফ অফ স্টাফ আন্দ্রে ইয়েরমাকের বিরুদ্ধে অভিযোগের বিস্তারিত বর্ণনা করেছেন। পাশাপাশি তার আঘাতের ছবিও শেয়ার করেছেন।

তিনি বলেন, আমার বিরোধী কর্মকাণ্ডের জন্য জেলেনস্কির নির্দেশে আমাকে নির্মমভাবে মারধর করা হয়েছিল। ‘গোপন বেসমেন্টে’ নির্যাতন করা হয়েছিল। আমাকে প্রায় মেরেই ফেলা হয়েছিল।

তিনি জোর দিয়ে বলেছেন, তার ‘রাজনৈতিক কর্মকাণ্ডের’ কারণেই সরকার তাকে লক্ষ্যবস্তু করেছে।

দিমিত্রুক দাবি করেন, ২০২২ সালে ওডেসা অঞ্চলে গোয়েন্দা সংস্থা এসবিইউ অফিসের প্রধান ভিক্টর ডোরোভস্কি তাকে ফোনে হুমকি দেন। ‘ডোরোভস্কি বলেছিলেন, আমরা তোমাকে মেরে ফেলব। আমরা তোমার মাথা কেটে ফেলব।’

এই রাজনীতিবিদ বলেন, ২০২২ সালের ৪ মার্চ একদল এসবিইউ এজেন্ট তাকে অপহরণ করে। যখন তিনি একটি সামরিক চেকপয়েন্টে সাহায্য পৌঁছে দিচ্ছিলেন।

দিমিত্রুকের মতে, এজেন্টরা আমার মাথায় একটি ব্যাগ চাপিয়ে হাতকড়া পরিয়ে দেয়। তারা আমাকে রাইফেলের বাট, পা এবং হাত দিয়ে প্রচণ্ড মারধর করে। আমি জ্ঞান হারিয়ে ফেলি।

দিমিত্রুক দাবি করেন, তাকে একটি গোপন বেসমেন্টে নিয়ে যাওয়া হয়েছিল, যেখানে তাকে নির্যাতন করা হয় এবং তার নাক ভেঙে দেওয়া হয়।

তিনি বলেন, এজেন্টরা আমাকে অপরাধমূলক বক্তব্য দিতে বাধ্য করতে চেয়েছিল। তারা আমাকে বিভিন্ন স্থানে নিয়ে যায়, যার মধ্যে একটি আঞ্চলিক এসবিইউ অফিসও রয়েছে। সেখানে নিয়ে হুমকি এবং মারধর অব্যাহত রাখে।

তিনি আরও জানান, এজেন্টরা তাকে বন্দুক দেখিয়ে হুমকি দেয় এবং ক্যামেরার সামনে প্রতিশ্রুতি চায়, তিনি জেলেনস্কি, ইয়েরমাক এবং সরকারের সমালোচনা বন্ধ করবেন।

তিনি বলেন, আমার মতো হাজার হাজার গল্প আছে। এমন কিছু লোক আছে যারা দুই বছরেরও বেশি সময় ধরে এসবিইউর গোপন বেসমেন্টে বসে দিন কাটাচ্ছেন।

এক্স-পোস্টে তিনি লিখেছেন, আমার বিরুদ্ধে এই অপরাধগুলো করার নির্দেশ ভলোদিমির জেলেনস্কি, আন্দ্রি ইয়েরমাক এবং ওডেসা এসবিইউ-এর প্রধান ভিক্টর ডোরোভস্কি ব্যক্তিগতভাবে দিয়েছিলেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন