সংকল্প ডেস্ক :
সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির ক্রীড়াঙ্গনের উন্নয়নের জন্য মাসিক প্রতিবেদনে সাতক্ষীরা জেলায় একটি উন্নতমানের ক্রীড়া কমপ্লেক্স নির্মানের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর নিকট জোরালো আবেদন করেছিলেন। তার প্রেক্ষিতে আবেদনটি মাননীয় প্রধানমন্ত্রী গ্রহন করেন এবং জাতীয় ক্রীড়া পরিষদকে সরজমিনে পরিদর্শন করে স্থান নিধারণ এবং উন্নতমানের ক্রীড়া কমপ্লেক্স নির্মানের জন্য দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহনের নির্দেশ দেন। সে প্রেক্ষিতে আগামী সপ্তাহে জাতীয় ক্রীড়া পরিষদ থেকে সাতক্ষীরাতে পরিদর্শনে আসবেন।
মাননীয় জেলা প্রশাসক মহোদয়ের সাতক্ষীরাতে এসেই ক্রীড়া উন্নয়নে দ্রুত পদক্ষেপ নেয়ার জন্য সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার সকল কর্মকর্তা, সদস্য, জেলার সুধীজন, ক্রীড়া সংগঠক, খেলোয়াড় ও সাতক্ষীরার জনগনের পক্ষ থেকে জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জনাব বদরুল ইসলাম খান জেলা প্রশাসক মহোদয়কে অভিনন্দন জানিয়েছে এবং সাফল্য কামনা করেছেন।