হোম খুলনাসাতক্ষীরা জেলা প্রশাসকের নিকট ওএম এস ডিলার পুনরায় বহাল রাখার দাবিতে মানববন্ধন

জেলা প্রশাসকের নিকট ওএম এস ডিলার পুনরায় বহাল রাখার দাবিতে মানববন্ধন

কর্তৃক Editor
০ মন্তব্য 22 ভিউজ

সংকল্প ডেস্ক:

জেলা প্রশাসকের নিকট ওএম এস ডিলার সাতক্ষীরা পৌরসভার ১ ও ২নং ওয়ার্ডে এস.এম সাঈদ হোসেন কে লস্করপাড়া পদ্মপুকুর পয়েন্টে পুনরায় বহাল রাখার দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। বুধবার ১৩ ই নভেম্বর সকাল সাড়ে ১০ টায় এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। লস্করপাড়া পদ্মপুকুর এলাকার সমাজসেবক মোঃ ওয়াহিদুল ইসলাম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, ফিরোজা খাতুন, আনোয়ারা বেগম, কল্যাণী রানী, সুভাষ কুমার দাস,আব্দুল মাজেদ, আজাদ গাজী প্রমুখ। মানববন্ধনে অংশ নেয় প্রতিবন্ধী, দৃষ্টি প্রতিবন্ধী , বৃদ্ধ সহ শতাধিক সর্বস্তরের নারী, পুরুষ হতদরিদ্রর সুবিধা বঞ্চিত মানুষেরা। এরপর জেলা প্রশাসকের নিকট গণস্বাক্ষরিত একটি স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপিতে তাদের দাবি সমূহ ছিল ওএমএস ডিলার পূণঃবহাল রাখার দাবি। সাতক্ষীরা পৌরসভাধীন ১ ও ২নং ওয়ার্ডের স্থায়ী অধিবাসীবৃন্দ এই মর্মে আপনার নিকট আবেদন করছি যে, অত্র এলাকার ওএমএস ডিলার মেসার্স এস.ডি এন্টারপ্রাইজ থেকে আমরা ইতিপূর্বে সরকার প্রদত্ত্ব স্বল্পমূলে চাউল ও আটা সংগ্রহ করছি। বিগত ১৪ মাস যাবৎ আমরা অতি দরিদ্র পরিবারের সদস্যরা অতি স্বাচ্ছন্দে উক্ত প্রতিষ্ঠান থেকে চাউল ও আটা সংগ্রহ করে আমাদের পরিবারের চাহিদা মেটাতে সক্ষম হচ্ছি। কিন্তু আমরা বিশ্বস্ত সূত্রে জানতে পারলাম যে, পূর্বের ওএমএস ডিলার বাতিল করে নতুন করে ওএমএস ড্রিলার নিয়োগ করা হচ্ছে কিন্তু আমাদের এলাকাবাসীর সুবিধার্থে ওএমএস ডিলার হিসাবে মেসার্স এস.ডি এন্টারপ্রাইজ-কে বহাল রাখা হক। এলাকারাসীর দাবীর স্বপক্ষে ওএমএস ডিলার হিসাবে মেসার্স এস.ডি এন্টারপ্রাইজ-কে বহাল রাখার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান পানিবন্দি ক্ষতিগ্রস্থ শত শত হতদরিদ্র সুবিধাভোগী মানুষেরা।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন