হোম অন্যান্যসারাদেশ জেলা প্রশাশক আনজুমান আরা নড়াইলের বিদায়ী সম্বর্ধনা।

জেলা প্রশাশক আনজুমান আরা নড়াইলের বিদায়ী সম্বর্ধনা।

কর্তৃক Editor
০ মন্তব্য 119 ভিউজ
নড়াইল অফিস :
নড়াইল জেলা পুলিশের আয়োজনে বিদায়ী জেলা প্রশাশক আনজুমান আরাকে সম্বর্ধনা জানানো হয়েছে।
বুধবার ২৩ ডিসেম্বার সকালে পুলিশ সুপারের কার্যালয়ে এই বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিদায়ী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মাদ জসিম উদ্দিন পিপিএম বার, অতিরিক্ত পুলিশ সুপার  মোহাম্মদ রিয়াজুল ইসলাম (অপরাধ ও প্রশাসন) মোহাম্মদ মাসুদ রানা (সদর)  শেখ ইমরান (সদর সার্কেল নড়াইল) মোহাম্মদ ইলিয়াস হোসেন পিপিএম (ওসি সদর) এস এম ইকবাল হোসেন ডি,আই,ও(,১) জেলা বিশেষ শাখা নড়াইল, ওসি ডিবি নড়াইল ,টি,আই নড়াইল সহ পুলিশের বিভিন্ন কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা সেলিম,জেলা প্রশাসকের কার্যালয় সম্মানিত ম্যাজিস্ট্রেটগন উক্ত বিদায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
s

সম্পর্কিত পোস্ট

মতামত দিন