কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি :
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে প্রজন্ম সাতক্ষীরা ও জেলা প্রশাসনের যৌথ আয়োজনে জেলার ৮জন খ্যাত নামা স্কুল ও কলেজ প্রতিযোগীকে নিয়ে অনলাইন কুইজ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। মুজিব বর্ষ উপলক্ষ্যে গতকাল শনিবার বিকাল ৩টায় অনলাইনে কুইজ প্রতিযোগীতায় বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা অংশগ্রহন করে। মুজিব বর্ষ উপলক্ষ্যে স্কুল পর্যায়ে কুইজ প্রতিযোগীতায় প্রথম স্থান অধিকার করেছে কালিগঞ্জ সরকারী মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্রী শারমনি আহমেদ ইশা। সে প্রথমে কোয়াটার ফাইনালে দেবহাটা উপজেলার সাথে প্রতিদ্ব›দ্বীতা করে। তারপর সেমি ফাইনালে সাতক্ষীরা সদর উপজেলা সরকারী গালস্্স্কুলের সাথে প্রতিযোগীতা করে। প্রতিযোগীতা করে ফাইনালে পৌছায়। অবশেষে ফাইনালে কলারোয়া উপজেলার সাথে লড়াই করে কালিগঞ্জ উপজেলার সরকারী মাধ্যমিক বিদ্যালয়ের এস,এস,সি পরীক্ষার্থী সারমিন আহমেদ ইশা জয় লাভ করে। অনলাইনে কুইজ প্রতিযোগীতা অনুষ্ঠানে সংযোগে ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক এস,এম,মোস্তফা কামাল।