হোম অন্যান্যসারাদেশ জেলা পরিষদ নির্বাচনে সাবেক ছাত্রলীগ নেতা বশির উদ্দিন পেলেন শূন্য ভোট

পিরোজপুর অফিস :

পিরোজপুর জেলা পরিষদ নির্বাচনে ৫ নং ওয়ার্ডের (কাউখালী) সদস্য পদ প্রার্থী মোঃ বশির উদ্দিন(তালা প্রতীক) একটি ভোটও পাননি। শূন্য ভোটের ঘটনায় হতভম্ব এলাকার মানুষ। ওই প্রার্থীর প্রস্তাব ও সমর্থনকারির ভোট গেল কোথায় ? এই নিয়ে এলাকায় চলছে আলোচনা-সমালোচনা।

সোমবার পিরোজপুর জেলা পরিষদ নির্বাচনে শুধুমাত্র নারী ও পুরুষ সদস্য পদেই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত প্রাথী সালমা রহমান হ্যাপি বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

উপজেলা নির্বাচন কার্যালয় থেকে পাওয়া ফলাফলের তালিকায় দেখা গেছে, ৫ নং ওয়ার্ডে পুরুষ সদস্য পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করেন। কাউখালী সরকারি বালক বিদ্যালয় কেন্দ্রে মোট ভোটার ৬৮ জন। এর মধ্যে ৬৮ জনই ভোটার ভোট দিয়েছেন। কাস্ট হওয়া ভোটের মধ্যে মোঃ মহিদুল ইসলাম (টিউবওয়েল প্রতীক) ৩৬ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রার্থী মোঃ রফিকুল ইসলাম সুমন (ঘুড়ি প্রতীক) ৩২ ভোট পান।অপর প্রার্থী মোঃ বশির উদ্দিন (তালা প্রতীক) শূন্য ভোট পান।

উল্লেখ,পিরোজপুর জেলা পরিষদ নির্বাচনে বাংলাদেশ ছাত্রলীগ কাউখালী উপজেলার শাখার সাবেক সহ-সভাপতি মোঃ বশির উদ্দিন সদস্য পদ প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র দাখিল করেন। তার মনোনয়ন পত্র যাচাই বাছাই এর সময় প্রস্তাবকারির স্বাক্ষর গরমিল হওয়ায় তার মনোনয়ন পত্র বাতিল হয়ে যায়। পরে সে আপিল করলে তার মনোনয়ন পত্র বৈধতা পায়। বশির প্রতীক বরাদ্ব পেয়ে কর্মীদের সাথে নিয়ে প্রচার প্রচারনা শুরু করে। এসময় তিনি ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে মিষ্টি ও জায়নামাজ উপহার হিসেবে দিয়ে আসেন। এর কয়েক দিন পর কয়েক ভোটারা তার দেয়া উপহার ফেরত দিয়ে তা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে” আমি দায় মুক্ত হলাম” লিখে মিষ্টি ও জায়নামাজ ছবি পোষ্ট করে।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন