দেবহাটা প্রতিনিধি:
দেবহাটার কৃতি সন্তান, দক্ষিন বঙ্গের বর্ষিয়ান রাজনীতিবীদ, সাবেক সাংসদ ও সাবেক জেলা পরিষদ প্রশাস, সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদ-এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন দেবহাটা প্রেসক্লাবের নেতৃবৃন্দরা।
মঙ্গলবার দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব লিটু ও সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন স্বাক্ষরিত এক শোক বিবৃতিতে এতথ্য জানানো হয়েছে।
এছাড়াও প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব, সহ-সভাপতি প্রভাষক রাজু আহমেদ, আবু হুরাইরা, যুগ্ম সম্পাদক মোমিনুর রহমান, নির্মল কুমার মন্ডল, সাংগঠনিক সম্পাদক মীর খায়রুল আলম, দপ্তর সম্পাদক আজিজুল হক আরিফ, অর্থ সম্পাদক কবির হোসেন, সাহিত্য ও ক্রীড়া সম্পাদক আরাফাত হোসেন লিটন, কার্যনির্বাহী সদস্য এসএম নাসির উদ্দীন, এমএ মামুন, সদস্য দিপঙ্কর বিশ্বাস, কেএম রেজাউল করিম, সুমন পারভেজ বাবু, বায়েজিদ বোস্তামী উজ্জ্বল, সজল রহমান, এসকে অভি, রুহুল আমিন, ফরহাদ হোসেন নীলয়, আব্দুস সালামসহ প্রেসক্লাবে কর্মরত সকল সদস্য ও সহযোগী সদস্যদের পক্ষ থেকে ওই বিবৃতিতে শোক এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়েছে।
s