রাজনীতি ডেস্ক:
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, সরকার বেগম খালেদা জিয়াকে জেলখানাতেই হত্যার উদ্দেশ্যে ফুড পয়জনিংয়ের মাধ্যমে অসুস্থ করে।
বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) বিকেলে বিএনপি চেয়ারপরসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিলে এই অভিযোগ করেন মির্জা ফখরুল।
বলেন, সরকার পরিকল্পিতভাবে বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় আটকে রেখে, জেলখানাতেই হত্যার উদ্দেশ্যে ফুড পয়জনিংয়ের মাধ্যমে ইচ্ছাকৃতভাবে অসুস্থ করে।
জাতীয় নির্বাচন প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, সরাকর অতীতের মতো আবারো একইভাবে নির্বাচন করার চেষ্টা করছে।
মির্জা ফখরুলের অভিযোগ, আন্দোলন যখনই সফল হচ্ছে তখনই সরকার নেতাকর্মীদের গ্রেফতার করে নির্বাচন থেকে দূরে রাখার পায়তারা করছে। আর এই কাজে ব্যবহার করা হচ্ছে বিচার বিভাগকে।
সাকারের নিরপেক্ষ নির্বাচন দেয়ার সাহস নেই দাবি করে বিএনপি মহাসচিব বলেন, তারা ভবিষ্যতে পালানোর পথ পাবেন না।