নিউজ ডেস্ক:
চব্বিশে জুলাই-আগস্টে সংঘটিত গণহত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ রায় প্রকাশের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেন, জুলাই বিপ্লবের শহীদরা ন্যায়বিচার পেয়েছেন, রাষ্ট্র ন্যায়বিচার পেয়েছে।
তিনি আরও যোগ করেন, শহীদরা ন্যায়বিচার পেয়েছেন। দেশ ন্যায়বিচার পেয়েছে। প্রসিকিউশন পক্ষ ন্যায়বিচার পেয়েছে। সেই ন্যায়বিচারের মানদণ্ড হলো এই মামলার দুই আসামিকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেয়া হয়েছে।
সোমবার (১৭ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন।
অ্যাটর্নি জেনারেল বলেন, একজন আসামি নিজেকে রাজসাক্ষী হিসেবে আদালতের সামনে উপস্থাপন করায় সার্বিক বিবেচনায় তাকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। অ্যাটর্নি জেনারেল এই রায়কে যুগান্তকারী আখ্যা দিয়ে বলেন, শহীদদের প্রতি, দেশের প্রতি, দেশের মানুষের প্রতি, গণতন্ত্রের প্রতি, সংবিধান ও আইনের শাসনের প্রতি এবং আগামী প্রজন্মের প্রতি দায়বদ্ধতা পরিশোধের শর্তে এ রায় একটি যুগান্তকারী রায়।
মো. আসাদুজ্জামান বলেন বলেন, পাঁচটা অভিযোগকে তিনটা কাউন্টে এনে তারা সাজা দিয়েছেন। আইনের বিধান মোতাবেক যেদিন থেকে গ্রেপ্তার হবে সেদিন থেকে সাজা কার্যকর হবে। রাষ্ট্র আইনিভাবে যা করণীয়, সব করবে। শহীদদের পরিবারকে, আহতদেরকে ক্ষতিপূরণ দেওয়ার জন্য একটা নির্দেশনা আদালত দিয়েছেন।
