হোম খুলনাসাতক্ষীরা জুলাই পুনর্জাগরণে সাতক্ষীরায় সমাজ গঠনে শপথ গ্রহণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন

জুলাই পুনর্জাগরণে সাতক্ষীরায় সমাজ গঠনে শপথ গ্রহণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন

কর্তৃক Editor
০ মন্তব্য 49 ভিউজ

নিজস্ব প্রতিনিধি:

জুলাই পুনর্জাগরণ উপলক্ষে সারা দেশের ন্যায় ভিডিও কনফারেন্সের এর মাধ্যমে সাতক্ষীরাও সমাজ গঠনে শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন, সমাজসেবা ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে শনিবার সকালে সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এ শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের প্রথম পর্বে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জুলাই পুনর্জাগরণে লাখো কণ্ঠে শপথ পাঠের কেন্দ্রীয় অনুষ্ঠানে সংযুক্ত থেকে এক মিনিট নীরবতা পালন, শপথ পাঠ, জাতীয় সংগীত পরিবেশন এবং জুলাই যোদ্ধাসহ সব শহীদদের উদ্দেশ্যে দোয়া অনুষ্ঠিত হয়।

এরপর দ্বিতীয় পর্বে সমাজ গঠনে নারী ও শিশু সুরক্ষা বিষয়ে সাতক্ষীরায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এছাড়া সাতক্ষীরার আন্দোলনকালীন সময়ের ভিডিও ডকুমেন্টারী প্রদর্শন করা হয়।

আলোচনাসভায় সভাপতিত্ব করেন, সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ মঈনুল ইসলাম মঈন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক সন্তোষ কুমার নাথ। জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ রোকনূজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নাজমুন নাহার, জেলা তথ্য অফিসার মোঃ জাহারুল ইসলাম, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য সিনিয়র আইনজীবী এড. আব্দুস সোবহান মুকুল, শহর জামায়াতের সেক্রেটারি খোরশেদ আলম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সাতক্ষীরার সাবেক আহবায়ক মোঃ আরাফাত হোসেন, সাবেক মুখপাত্র মোহিনী তাবাচ্ছুম, সাবেক সাধারণ সম্পাদক সোহাইল মাহাদীন প্রমুখ।

এসময় সেখানে আরো উপস্থিত ছিলেন, জেলা সমাজসেবা অফিসের রেজিস্ট্রেশন অফিসার প্রবীর রায়, সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ শরীফুল ইসলাম এবং শহর সমাজসেবা কর্মকর্তা মোঃ মশিদুল হক, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার ফাতেমা জোহরাসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ।

বক্তার এসময় বলেন, এই শপথ গ্রহন এবং সাংস্কৃতিক অনুষ্ঠান সমাজের বিভিন্ন স্তরের মানুষকে একত্রিত করে সমাজ পুনর্জাগরণে একটি নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে। এটি সামাজিক সমতা, ন্যায় বিচার এবং ঐক্যের বার্তা প্রচার করে, যা সমাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন