নিজস্ব প্রতিনিধি:
২০২৪ সালের জুলাইসহ সকল গণহত্যার বিচার, জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মুক্তি ও ফ্যাসিস্ট আমলে দায়ের হওয়া সকল রাজনৈতিক মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। সংগঠনটির সাতক্ষীরা শহর ও জেলা শাখার আয়োজনে বুধবার বিকাল ৪টার সাতক্ষীরা শহরের তুফান কোম্পানীর মোড় থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে খুলনারোড মোড়স্থ শহীদ আসিফ চত্ত¡রে গিয়ে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।শহর শিবিরের সেক্রেটারী মেহেদী হাসানের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, শিবিরের কেন্দ্রীয় কার্যকরি পরিষদ সদস্য ও খুলনা মহানগরীর সভাপতি আরাফাত হোসেন, সাতক্ষীরা শহর শিবিরের সভাপতি আল মামুন, জেলা শিবিরের সভাপতি ইমামুল হোসেন, সাবেক কেন্দ্রীয় নেতা হাবিবুর রহমান প্রমুখ।
বক্তারা বলেন, বিপ্লবের এক বছর পার হলেও এখনো বিগত ফ্যাসিষ্ট সরকারের আমলের গুম খুন, হত্যা ও রাজনৈতিক মিথ্যা মামলার সঠিক কোন সুরাহা হয়নি। বক্তারা এসময় জুলাই বিপ্লবসহ সকল গণহত্যার বিচার, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের প্রতিষ্ঠাকালীন সভাপতি ও জামায়াতের সহকারী সেক্রেটারী জেনারেল এটিএম আজহারুল ইসলামের মুক্তি এবং ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমলে দায়ের হওয়া সকল রাজনৈতিক মামলা দ্রæত সময়ের মধ্যে প্রত্যাহারের জোর দাবী জানান। অন্যথায় রাজপথে ছাত্র জনতাকে সাথে নিয়ে দুর্বার গণ আন্দোলন গড়ে তোলা হবে বলে হুশিয়ারী দেন তারা।