নড়াইল অফিস :
বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৮৮তম জন্মদিন উপলক্ষে নড়াইলে দুস্থদের মাঝে কম্বল বিতরন করা হয়েছে। এ উপলক্ষে ১৯ জানুয়ারি বৃহস্পতিবার বেলা ১১টায় জেলা বিএনপির সাধারন সম্পাদকের বাসভবনে কম্বল বিতরন করা। জেলা বিএনপি ও অঙ্গসহযোগি সংগঠনের আয়োজনে শতাধিক কম্বল বিতরন করা হয়।
এসময় জেলা বিএনপির সাধারন সম্পাদক মনিরুল ইসলাম, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব মোজাহিদুর রহমান পলাশ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক খন্দকার ফসিয়ার রহমান, সদস্য সচিব খন্দকার মঞ্জুরুল সাঈদ বাবু, জেলা কৃষক দলের আাহ্বায়ক নবের হোসেনসহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।