খেলাধূলা ডেস্ক :
জিম্বাবুয়ের মাটিতে অপ্রত্যাশিত এক সফর শেষ করেছে বাংলাদেশ। দুই ফরম্যাটের ৬ ম্যাচে মাত্র ২টি জয় পেয়েছে টাইগাররা। অপেক্ষাকৃত দুর্বল দলের সঙ্গে এমন কেন হলো? সফর শেষে দেশে ফিরে বাংলাদেশ দলের ওপেনার এনামুল হক বিজয় জানিয়েছেন, রোডেশীয়দের বিপক্ষে জেতা সহজ ছিল না। ওরাও দুর্দান্ত ক্রিকেট খেলেছে।
শুক্রবার (১২ আগস্ট) সোয়া ৫টা নাগাদ দেশে ফিরেছে বাংলাদেশ দল। এমিরেটসের একটি বিমানে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখার পর সংবামাধ্যমের সঙ্গে কথা বলেন এনামুল। যেখানে একাধিক প্রশ্নের সম্মুখীন হন তিনি। এক প্রশ্নের জবাবে এ ক্রিকেটার জানান, ‘জিম্বাবুয়ের মাটিতে জয় পাওয়া সহজ ছিল। কারণ ওরা ভালো ক্রিকেট খেলেছে। অন্যদিকে আমাদের দলে কিছু ঘাটতি ছিল। যে কারণে আমরা হেরেছি।’
জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টিতে ভালো করতে না পারলেও ওয়ানডে ফরম্যাটে দুটি হাফসেঞ্চুরি করেছেন বিজয়। এসব নিয়ে তিনি বলেন, ‘অনেক দিন দলে ফিরেছি। চেষ্টা করেছি সুযোগটা যাতে কাজে লাগাতে পারি। দলের জয়ের পেছনে অবদান রাখতে পারলে অনেক ভালো লাগতো। তবুও চেষ্টা করেছি সেরাটা দিতে। আশা করি সামনেও এভাবে খেলতে পারব।’
ওয়ানডেতে বাংলাদেশকে অনেকে সেরা দলগুলোর একটি মনে করেন। এর কারণও আছে। বিগত কয়েক বছর ধরে এই ফরম্যাটে দুর্দান্ত খেলে আসছে টাইগাররা। এনামুলের কথায়ও উঠে এসেছে এ বিষয়টি। তিনি বলেন, ‘ওয়ানডেতে আমরা ধারাবাহিকভাবে ভালো দল। যে কোনো সিরিজে, যে কোনো দলের বিপক্ষে আমরা জয় পেতে পারি। তবে টি-টোয়েন্টিতে আমরা ভালো করছি না। এখানে আমাদের অনেক উন্নতি করার জায়গা আছে।’
জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ম্যাচ হারার পর অবাক হয়েছিলেন কিনা, এমন প্রশ্নের জবাবে বিজয় বলেন, ‘হ্যাঁ, আমরা অবাক হয়েছিলাম। আমাদের যে প্রত্যাশা ছিল, সে অনুযায়ী খেলতে পারিনি। এটা আমাদের জন্য খারাপ লাগার বিষয়। দ্বিতীয় ম্যাচে যখন দেখলাম আগের মতোই ওরা আগাচ্ছে, তখন আসলেই আমরা নার্ভাস ছিলাম।’