হোম খেলাধুলা জিম্বাবুয়েকে হারিয়ে বিশ্বকাপে জায়গা করে নিল শ্রীলঙ্কা

খেলাধূলা ডেস্ক:

মাত্র একদিন আগেই বড় ধরনের এক অঘটন ঘটিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। নেদারল্যান্ডস, জিম্বাবুয়ে এবং স্কটল্যান্ডের কাছে টানা তিন ম্যাচ হেরে বিশ্বকাপ থেকে বাদ পড়েছে ওয়ানডের দুইবারের চ্যাম্পিয়নরা। তবে শ্রীলঙ্কা এমন কিছুই হতে দেয়নি। ফেভারিটের মতো বিশ্বকাপের বাছাইপর্বে অংশ নিয়ে সেরা দলের মতোই ফলাফল করেছে লঙ্কানরা।

বিশ্বকাপ বাছাইয়ে এখন পর্যন্ত কোনো ম্যাচে হারেনি শ্রীলঙ্কা। টানা ছয় ম্যাচ জিতে এক ম্যাচ হাতে রেখেই বিশ্বকাপের মূলপর্বে জায়গা করে নিয়েছে দাসুন শানাকার দল। রোববার (২ জুলাই) সুপার সিক্সে নিজেদের তৃতীয় ম্যাচে জিম্বাবুয়েকে হারিয়েছে লঙ্কানরা।

লঙ্কানদের জয়ে বিশ্বকাপ বাছাইয়ে প্রথমবার হারের মুখ দেখল স্বাগিতিক জিম্বাবুয়ে। বুলাওয়েতে রোববার শ্রীলঙ্কার কাছে পাত্তাই পায়নি পুরো টুর্নামেন্টে অপ্রতিরোধ্য ক্রিকেট খেলা জিম্বাবুইয়ানরা। থিকশানা-নিসাঙ্কার দাপুটে পারফরম্যান্সে ৯ উইকেটে হেরেছে স্বাগতিকরা।

দুদলের জন্যই ম্যাচটা বিশ্বকাপ নিশ্চিতের সুযোগ ছিল। এমন ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে ১৬৫ রানেই গুটিয়ে যায় জিম্বাবুয়ে। জবাবে ব্যাট করতে নেমে ৯ উইকেট এবং ১০১ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় শ্রীলঙ্কা।

তবে বিশ্বকাপের আশা এখনও ভালোভাবেই টিকে আছে জিম্বাবুয়ের। নিজেদের শেষ ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে জিতলেই বিশ্বকাপের টিকেট পেয়ে যাবে সিকান্দার রাজারা। তবে কোনো ম্যাচ না জিতেও বিশ্বকাপে পা রাখার সুযোগ আছে দলটির। সেক্ষেত্রে স্কটসদের চেয়ে নেট রান রেটে এগিয়ে থাকলেই চলবে রাজাদের।

টস জিতে বল করতে নেমে শুরুতেই চমকে দেন দিলশান মাদুশঙ্কা। জিম্বাবুয়ের টপ অর্ডারের প্রথম তিন ব্যাটারকে একাই সাজঘরে পাঠান তিনি। ৩০ রানের মধ্যে প্রথম তিন উইকেট হারিয়ে ফেলা জিম্বাবুয়ে আর ঘুরে দাঁড়াতে পারেনি। মাহিশ থিকশানার স্পিন ও মাথিসা পাথিরানার পেসে এলোমেলো হয়ে শেষ পর্যন্ত গুটিয়ে যায় ১৬৫ রানে।

ইনিংস মেরামতের বেশ চেষ্টা করেছেন দুর্দান্ত ফর্মে থাকা শন উইলিয়ামস। বিশ্বকাপ বাছাইয়ে এখন পর্যন্ত তিন সেঞ্চুরি করা এই ব্যাটার শ্রীলঙ্কার অর্ধশতকের দেখা পেয়েছেন। এছাড়া সিকান্দার রাজা করেছেন ৩১ রান।

লঙ্কানদের হয়ে থিকশানা ২৫ রানে ৪টি, মাদুশঙ্কা ১৫ রানে ৩ উইকেট নেন।

জবাবে ব্যাট করতে নেমে ওপেনিং জুটিতে ১০৩ রান তোলে শ্রীলঙ্কা। দিমুথ করুনারত্নে ৩০ রান করে ফিরলেও থামেনি নিসাঙ্কার ব্যাট। ১০১ রান করার পথে দ্বিতীয় উইকেটে কুশল মেন্ডিসের সঙ্গে ৬৬ রানের জুটি গড়েন তিনি। ৪২ বল খেলে মেন্ডিস করেছেন ২৫ রান।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন