হোম খেলাধুলা জিম্বাবুয়েকে ‘বিপজ্জনক দল’ মনে করছেন তামিম

খেলাধূলা ডেস্ক :

জিম্বাবুয়ের বিপক্ষে সহজেই জয় পাবে বাংলাদেশ, এ কথাটার আর তেমন জোর দিয়ে বলতে পারছেন না বাংলাদেশের ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল। শুক্রবার (৫ আগস্ট) হারারে স্পোর্টস ক্লাবে শুরু হচ্ছে তিন ম্যাচে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ। সেই ম্যাচের আগে সংবাদমাধ্যমকে এমনটাই বলেন তামিম।

সদ্য শেষ হওয়া টি-টোয়েন্টি সিরিজে ২-১ ব্যবধানে হেরেছে বাংলাদেশ। যদিও স্কোয়াড নিয়ে একটা পরখ করেছিল বিসিবি। তবুও যে দলের চেয়ে কয়েক বছরে অনেক এগিয়ে গেছে বাংলাদেশ, তাদের বিপক্ষে প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজ হার একপ্রকার অপমানজনকই। তাই ওয়ানডে সিরিজ আগে সতর্ক টাইগার কাপ্তান।

সংবাদ সম্মেলনে তামিম বলেন, ‘দুই দলের শক্তি বিচার করলে আমরাই এগিয়ে। তবে ক্রিকেটে নির্দিষ্ট দিনে যে ভালো করবে, জিতবে সেই দলই। টি-টোয়েন্টিতে তো জিম্বাবুয়ে আমাদের চেয়ে ভালো খেলেছে বলেই সিরিজ জিতেছে। এখানেও একই কথা। যদি ওদের হারাতে চাই, নিজেদের সেরা খেলাটাই খেলতে হবে। নিজেদের কন্ডিশনে জিম্বাবুয়ে বিপজ্জনক দল।’

তবে টি-টোয়েন্টি ও ওয়ানডে দুইটা দুই ফরম্যাট। টেস্ট ও টি-টোয়েন্টিতে বাংলাদেশ এখন পর্যন্ত প্রতিষ্ঠিত না হলেও, ওয়ানডেতে নিজেদের জায়গা কোথায় তা ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ দুই সিরিজে দেখিয়ে দিয়েছে বাংলাদেশ। তাই অনুমেয় করাই যায়, জিম্বাবুয়ের বিপক্ষেও সহজ জয় পাবে বাংলাদেশ। এদিকে পূর্ণ শক্তি নিয়েই মাঠে নামবে টাইগাররা।

তবুও সতর্ক তামিম। বললেন নিজেদের কাজটা ঠিকভাবেই করতে হবে, ‘এত দিন ধরে আমরা যেটা সঠিকভাবে করে এসেছি, সেটিই করতে হবে। আর যে জিনিসগুলো ঠিকঠাক করিনি, ভুল করেছি, সেগুলো ঠিক করতে হবে। মোটকথা, প্রক্রিয়াটা যথাযথভাবে অনুসরণ করতে হবে। কঠিন পরিস্থিতিতেও আমরা যেন ভালো করতে পারি।’

এদিকে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজটি তরুণ খেলোয়াড়দের জন্য সুযোগ হিসেবে দেখছেন তামিম। তিনি বলেন, ‘আমার কাছে মনে হয় দুই-তিনজন বাদে আমরা খুবই তরুণ একটা দল। দু–একটা জায়গা আছে, যেগুলো হয়তো এখনো পাকাপোক্ত হয়নি। সেদিক দিয়ে প্রত্যেক তরুণ খেলোয়াড়েরই জায়গা পাকা করে নেওয়ার সুযোগ আছে।’

ওয়ানডেতে বাংলাদেশ সবচেয়ে শক্তিশালী। আর এই জিম্বাবুয়ের বিপক্ষে তো গত ২০১৩ সালের পর কোন ম্যাচেই হারেনি বাংলাদেশ। তবে টি-টোয়েন্টি হারের পর ওয়ানডেতে কীভাবে ঘুরে দাঁড়ায় টাইগাররা তাই দেখার বিষয়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন