নিউজ ডেস্ক:
জিমেইল ব্যবহারকারীদেরকে পাসওয়ার্ড পরিবর্তন করার তাগিদ দিচ্ছে গুগল। সাম্প্রতিক সময়ে বিশ্বের বেশ কয়েকটি কর্পোরেট সিস্টেমে বড় আকারের সাইবার আক্রমণের পর ব্যক্তিগত অ্যাকাউন্ট সুরক্ষিত রাখতে ব্যবহারকারীদেরকে নতুন করে পাসওয়ার্ড সেট করার অনুরোধ জানাচ্ছে সার্চ ইঞ্জিন প্রতিষ্ঠানটি।
প্রথমে জুলাই মাসের শেষ দিকে, এরপর গত ৮ আগস্ট- দু’বার গুগল তাঁদের ২৫০ কোটি জিমেইল ব্যবহারকারীকে পাসওয়ার্ড পরিবর্তনের বার্তা (নোটিফিকেশন) পাঠিয়েছে। সেখানে ব্যবহারকারীদের সতর্ক করে গুগল জানায়, বিশ্বব্যাপী হ্যাকারদের ফিশিং কার্যক্রম বৃদ্ধি পেয়েছে, যার উদ্দেশ্য হচ্ছে ব্যবহারকারীদের বোকা বানিয়ে তাঁদের লগ-ইন ইনফরমেশন চুরি করা।
উল্লেখ্য, গত মে মাসে সাইবার নিরাপত্তা বিষয়ক গবেষক জেরেমিয়া ফাউলার জানিয়েছিলেন যে, একটি উন্মুক্ত ডেটাবেসে প্রায় ১৮৪ মিলিয়ন পাসওয়ার্ড ছেড়ে দেওয়া হয়েছে এবং এগুলোর একটি বড় অংশই গুগল এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের সাথে যুক্ত।
এ ঘটনার এক মাস পর গুগল থ্রেট ইনটেলিজেন্স গ্রুপ (জিটিআইজি) জানায় যে, তাঁদের একটি কর্পোরেট সেলসফোর্স সার্ভার ক্লাস্টার হ্যাক করা হয়েছে। এর ফলে বিভিন্ন প্রতিষ্ঠানের ব্যবসায়িক তথ্য- যেমন নাম ও যোগাযোগের বিবরণ- উন্মোচিত হয়ে পড়ে। যদিও এই তথ্যগুলো অনলাইনে আগে থেকেই উন্মুক্ত ছিল।
কেন এমনটা হলো? গুগলের ব্যাখ্যা বলছে, সার্ভারের সুরক্ষা ব্যবস্থা হ্যাক করার পেছনের কারিগর হচ্ছে ‘ইউএনসি৬০৪০’ নামের পরিচিত একটি অনলাইন থ্রেট গ্রুপ। তাঁরাই মূলত এই সাইবার হামলা চালিয়েছে এবং সার্ভার সিস্টেম অ্যাক্সেস করেছে। ভয়েস ফিশিং ব্যবহার করে এই গ্রুপটি আইটি এজেন্টের ছদ্মবেশ ধারণ করে এবং তথ্য চুরি ও অর্থ আদায় করে থাকে।
চলতি সপ্তাহেই গুগল থ্রেট ইনটেলিজেন্স গ্রুপ (জিটিআইজি) ‘ইউএনসি৬৩৯৫’ নামের আরও একটি হ্যাকার গ্রুপের সন্ধান দিয়েছে। এই হ্যাকার গ্রুপটির বিষয়ে সেলসফোর্স সার্ভার গ্রাহকদেরকে সতর্ক করেছে জিটিআইজি।