হোম খেলাধুলা জামিনে ছাড়া পেলেন বিশ্বকাপ খেলা লঙ্কান ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক:

ম্যাচ ফিক্সিংয়ের সঙ্গে জড়িত থাকার কারণে কিছুদিন আগে জেলে যেতে হয়েছিলো সাবেক লঙ্কান ক্রিকেটার সচিত্র সেনানায়েকেকে। তবে এবার শর্তসাপেক্ষে জামিনে ছাড়া পেলেন শ্রীলঙ্কার হয়ে বিশ্বকাপ খেলা এই ক্রিকেটার। লঙ্কান পুলিশ মিডিয়া বিভাগ বিষয়টি নিশ্চিত করেছে।

ম্যাচ ফিক্সিংয়ের সঙ্গে জড়িত থাকার কারণে গত ৬ সেপ্টেম্বর গ্রেফতার করা হয়েছিলো লঙ্কান ক্রিকেটার সচিত্র সেনানায়েকেকে। ১৯ দিন জেল খাটার পর ৫০ লাখ শ্রীলঙ্কার রুপির দুইটি জামানতের বিনিময়ে জামিন মঞ্জুর পেয়েছেন তিনি। জামিন পেলেও ভ্রমণ নিষেধাজ্ঞা রয়েছে সেনানায়েকের উপর।

২০২০ সালের এলপিএলে লঙ্কান ক্রিকেটার সচিত্র সেনানায়েকের বিরুদ্ধে ম্যাচ পাতানোর অভিযোগ উঠেছিল। জানা গেছে, দুই ক্রিকেটারকে ফোনে ম্যাচ পাতানোর জন্য প্রলুব্ধ করেছিলেন এই লঙ্কান ক্রিকেটার। এই ঘটনার বিস্তারিত তদন্তের জন্য কলম্বোর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট সেনানায়েকের ওপর তিন মাসের জন্য ভ্রমণ নিষেধাজ্ঞা দেয়ার জন্য নির্দেশ দিয়েছিল গত ১৪ আগস্ট।

তবে তিন মাস হওয়ার আগেই সেনানায়েকেকে গ্রেফতার করেছে অনুসন্ধান ইউনিট। বুধবার নিজেই আত্মসমর্পণ করেছিলেন সেনানায়েকে। তারপর তাকে গ্রেফতার দেখানো হয়েছে।

শ্রীলঙ্কার হয়ে একটি টেস্ট, ৪৯টি ওয়ানডে এবং ২৪টি টি-টোয়েন্টি খেলেছেন সচিত্র সেনানায়েকে। ২০১২ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল সেনানায়েকের। ২০১৬ সালে লঙ্কান জার্সিতে শেষ ম্যাচ খেলেছেন তিনি।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন