হোম রাজনীতি জামিনে আগ্রহ নেই বিএনপির শীর্ষ নেতাদের, কিন্তু কেন?

রাজনীতি ডেস্ক:

আওয়ামী লীগ সরকারের ক্ষমতা নবায়ন করতে তফসিল ঘোষণা করেছে ইসি। গণ আন্দোলনের মুখে এ তফসিল টিকবে না- এমন হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি নেতারা। আর আন্দোলনের স্বার্থে জামিন কিংবা আগাম জামিন নিতে আগ্রহী নন দলটির নেতাকর্মীরা। বলছেন, জামিনের সুযোগ নিতে গেলে মাঠের আন্দোলনে ছন্দপতন ঘটতে পারে।

১৯ দিন ধরে কারাগারে আছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গত ২ নভেম্বর তার জামিন চেয়ে আবেদন করেন আইনজীবীরা। যে আবেদনের শুনানির দিন ধার্য রয়েছে ২০ নভেম্বর।

পুলিশ কনস্টেবল হত্যা মামলায় ৮ নভেম্বর জামিন আবেদন করেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপন। এ আবেদনের শুনানির দিন ধার্য করা হয়েছে ২৯ নভেম্বর।

যদিও ২৮ অক্টোবরের নাশকতার কয়েকটি মামলায় উচ্চ আদালত থেকে আগাম জামিন নিয়েছেন দলটির তিন আইনজীবী নেতা। তাহলে কারাগারের বাইরে আত্নগোপনে থাকা শীর্ষ নেতারা কেন আগাম জামিনের সুবিধা নিচ্ছেন না? অতীতে আগাম জামিনের হিড়িক দেখা গেলেও এবার কেনো দেখা যাচ্ছে না?

বিএনপির আইনজীবী নেতারা বলছেন, জামিন নিতে এলে গ্রেফতারের আশঙ্কা রয়েছে। সে কারণে আন্দোলনের স্বার্থে জামিন নিতে নেতাকর্মীরা আগ্রহ দেখাচ্ছেন না।

দলটির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল বলেন, ‘এখন তো দেখেশুনে কোন গ্রেফতার হচ্ছে না। যখন যাকে যেখানে পাচ্ছে তাকেই গ্রেফতার করছে। হয়তো নেতাকর্মীরা মনে করছে, জামিন নিলেও গ্রেফতার হবো, না নিলেও হবো। তাই জমিনের প্রতি আগ্রহ কম।’

অনেকটা একই সুরে কথা বললেন অপর আইনজীবী নেতা ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। তিনি বলেন, ‘সবই মিথ্যা মামলা। নেতাকর্মীরা মনে করছে মামলা একটি, দুইটি, পাঁচটি- যা হয় হোক। এখন জামিন নিতে আদালতে গেলেই গ্রেফতার হবো। আগে আন্দোলন করি। পরে জামিন নেয়া যাবে।’

বিএনপির আইনজীবী নেতারা বলছেন, বর্তমান সরকারের ক্ষমতা নবায়নের প্রকল্প হাতে নিয়েছে নির্বাচন কমিশন। যত চেষ্টা হোক, আন্দোলনের মুখে পদত্যাগে বাধ্য করা হবে সরকারকে। এসময় আবারও নির্বাচনে না যাওয়ার প্রত্যয় জানান তারা। বলেন, আওয়ামী লীগ ২০১৪ ও ১৮ সালে যে ষড়যন্ত্র করেছিল, সেই বিনাভোটে সরকার গঠনের একই ষড়যন্ত্রে তারা এগুচ্ছে। কিন্তু এবার তারা পার পাবে না।

দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হলেও আন্দোলনের সফলতা নিয়ে নেতাকর্মীরা হতাশ নন বলেও জানান বিএনপির নেতারা।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন