নিজস্ব প্রতিনিধি:
জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে মঙ্গলবার বিকাল ৪টায় শহরের খুলনা রোড মোড় সংলগ্ন শহীদ আসিফ চত্ত্বর থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সাতক্ষীরা সরকারী কলেজ মাঠে গিয়ে সমাবেশে মিলিত হয়।
সাতক্ষীরা জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুলের সভাপতিত্বে ও সেক্রেটারী মাওলানা আজিজুর রহমানের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জামায়াতের কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারী মুহাদ্দিস আব্দুল খালেক।
সমাবেশে আরো বক্তব্য রাখেন, জামায়াত নেতা মুহাদ্দিস রবিউল বাশার, সাবেক এমপি গাজী নজরুল ইসলাম, শেখ নূরুল হুদাসহ অন্যান্যরা।
সমাবেশে বক্তারা বলেন, জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মজলুম জননেতা এটিএম আজহারুল ইসলাম মিথ্যা মামলায় ফাঁসির দ্বন্ড প্রাপ্ত হয়ে দীর্ঘদিন ধরে জেলে রয়েছেন। দেশ থেকে স্বৈারাচার মুক্ত হয়েছে কিন্তু তার দোসররা এখনো রয়ে গেছে। তাদের কারনে তিনি এখনো কারাভোগ করছেন। বক্তারা এসময় অন্তবর্তীকালীন সরকারের কাছে অবিলম্বে তার মুক্তিসহ জামায়াতের নিবন্ধন ফিরিয়ে দেওয়ার জোর দাবী জানান। তা না হলে আগামীতে বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেয়া হবে জানান বক্তারা। সমাবেশে এসময় বিপুল সংখ্যক জামায়াত-শিবির নেতা-কর্মীরা অংশ নেন।