জাতীয় ডেস্ক:
মানবতাবিরোধী মামলায় আমৃত্যু দণ্ডপ্রাপ্ত দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুর পর জামায়াত-শিবিরের তাণ্ডবের ঘটনায় ৫০০০ হাজার নেতাকর্মীকে আসামি করে রাজধানীর শাহবাগ থানায় মামলা দায়ের হয়েছে।
শাহবাগ থানার এসআই মো. জব্বার বাদী হয়ে করা মামলায় সাঈদীর ছেলে মাসুদ সাঈদী, জামায়াত নেতা হামিদুর রহমান আযাদ, ড. শফিকুল ইসলাম ও মো. সাইফুল ইসলামের নাম উল্লেখ রয়েছে।
বুধবার (১৬ আগস্ট) বিকেলে শাহবাগ থানার পরিদর্শক (তদন্ত) শাহ আলম গণমাধ্যমকে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
অন্যদিকে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর মোহাম্মদ গণমাধ্যমকে জানিয়েছেন, সরকারি কাজে বাধা, মারধর, গাড়িতে আগুন দেয়ার অভিযোগে মঙ্গলবার (১৫ আগস্ট) রাতে একটি মামলা করা হয়েছে। এ মামলায় চারজনের নাম উল্লেখ করা হয়েছে।
মামলার বিষয়ে বিস্তারিত তথ্য ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন বিভাগ থেকে দেয়া হবে বলে জানিয়েছেন তিনি।
রোববার (১৩ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে বুকে ব্যথাজনিত সমস্যার কারণে দেলাওয়ার হোসাইন সাঈদীকে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে প্রথমে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে পরে অ্যাম্বুলেন্সে করে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) পাঠানো হয়। পরদিন সোমবার রাত ৮টা ৪০ মিনিটে বিএসএমএমইউতে চিকিৎসাধীন অবস্থায় সাঈদীর মৃত্যু হয়।