হোম জাতীয় জামালপুরে ১০ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা

জাতীয় ডেস্ক :

জামালপুরের মেলান্দহ উপজেলার ঘোষেরপাড়া ইউনিয়নে নানী বাড়ি বেড়াতে আসা ১০ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (৪ অক্টোবর) রাতে ধর্ষণচেষ্টার ঘটনা জানা যায়।

এর আগে, শনিবার (১ অক্টোবর) দুপুরে জোর করে একটি কক্ষে নিয়ে দুই যুবকের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগ ওঠে। কয়েকদিন ধরে মীমাংসার চেষ্টা করেন স্থানীয়রা।

অভিযুক্তরা হলেন: ঘোষেরপাড়া ইউনিয়নের মৃত পান্না মণ্ডলের ছেলে মো. রিপন মিয়া (২৭) ও আবুল কালামের ছেলে সবুজ মিয়া (১৭)।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৯ সেপ্টেম্বর দাদা বাড়ি থেকে নানীর বাড়িতে বেড়াতে আসে ওই শিশু। এরপর শনিবার (১ অক্টোবর) দুপুরে দোকান থেকে ফেরার পথে সবুজ ও রিপন শিশুটিকে ধরে একটি ঘরে নিয়ে যায়। সবুজ ঘরের বাইরে দাঁড়িয়ে থাকে আর ভেতরে ধর্ষণচেষ্টা করে রিপন।‌

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন জানায়, অভিযুক্ত রিপন মিয়া খারাপ প্রকৃতির ছেলে। কয়েক বছর আগেও সে এমন একটা ঘটনা ঘটিয়েছে। গ্রাম্য সালিশের মাধ্যমে তখন সমঝোতা হয়।

ওই শিশুর মামা বলেন, আমরা কেউই বাড়িতে ছিলাম না। পূজার কেনাকাটা করতে গিয়েছিলাম। বাড়িতে আসার পরে শুনি আমার ভাগ্নিকে রিপন আর সবুজ দু’জনে ঘরে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। ঘটনার পরে স্থানীয় লোকজন ও মেম্বারের কাছে জানালে তারা সালিশি বৈঠকের মাধ্যমে সমঝোতার চেষ্টা করলে রিপনের লোকজন আসে নাই। পরে সালিশির লোকজন চলে যায়। এখন আমরা সংখ্যালঘু হওয়ায় আমাদের ওপর বিভিন্ন মহল থেকে চাপ সৃষ্টি করছে। আমাদের এখানে কোনো লোকজন না থাকায় ভয়-ভীতির মধ্যে আছি।

ঘোষেরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুল ইসলাম লিটু বলেন, বিষয়টি আমিও লোকমুখে শুনেছি। এ বিষয় নিয়ে এখনও আমার কাছে কেউ আসেনি।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন বলেন, এ ব্যাপারে কোনো অভিযোগ পায়নি। পরিবারের পক্ষ থেকে কেউ মামলা দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন