হোম জাতীয় জামালপুরে একের পর এক বন্ধ হচ্ছে পোলট্রি খামার

জাতীয় ডেস্ক :

খাদ্য, ওষুধের দাম বৃদ্ধি ও লোডশেডিংয়ের কারণে একের পর এক বন্ধ হয়ে যাচ্ছে জামালপুরের পোলট্রি খামার। মালিকরা বলছেন, মুরগি পালন করে আয়ের চেয়ে ব্যয় বেশি হচ্ছে। ঋণের পরিমাণ বেড়ে যাওয়ায় অনেকেই বন্ধ করে দিচ্ছেন পোলট্রি খামার। বিষয়টি তদারকির আশ্বাস জেলা প্রাণিসম্পদ অফিসের।

বাজারে নিত্যপণ্যের দামে অস্থিরতায় প্রভাব পড়ছে মুরগির খামারে। অনেকে বেকায়দায় পড়ে ব্যবসা ছেড়ে দিচ্ছেন। খামার বন্ধ করে দেয়ায় বেকার হয়ে পড়ছে শত শত মানুষ।

জামালপুর সদর উপজেলার পলাশগড়, রামনগর, হাজিপুর, শরিফুরসহ ১৫টি ইউনিয়নের বেকার সমস্যা সমাধানে পোলট্রি ব্যবসা শুরু করেন এলাকার যুবকরা। অনেকে বিদেশ থেকে এসে খামার গড়ে তোলেন। প্রথম দিকে লাভের মুখ দেখলেও বর্তমানে মুরগির বাচ্চা, খাদ্য, ওষুধের দাম বৃদ্ধি ও লোডশেডিংয়ের কারণে লোকসানের মুখে খামার মালিকরা।

খামারিরা জানান, আগে প্রতিটি বাচ্চার দাম ছিল ১০ থেকে ১২ টাকা। এখন ২৫ টাকায় কিনতে হচ্ছে। বেড়েছে খাদ্যের দাম। ব্যবসায়ীরা বলেন, খাদ্যের দাম, বাচ্চার দাম দ্বিগুণের বেশি বেড়ে গেছে। আমাদের আর চালানোর মতো কোনো উপায় নেই। এখন জমি বিক্রি করে ঋণ পরিশোধ করতে হচ্ছে।

খামারিদের মনিটরিং করা হচ্ছে বলে জানান জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ শহিদুল ইসলাম। তিনি বলেন, যথেষ্ট মনিটরিং করা হচ্ছে। দু-একজন খামারি তাদের খামার ব্যক্তিগত কারণে বন্ধ করেছেন। খাদ্যের মূল্যবৃদ্ধির কারণে খামার বন্ধ হয়ে গেছে–এমন কোনো উদাহরণ আমি পাইনি।

প্রাণিসম্পদ অফিসের তথ্যমতে, জেলায় ২ হাজার ৮৬১টি খামার রয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন