নিজস্ব প্রতিনিধি :
জামালপুরের সাংবাদিক গোলাম রব্বানি নাদিমকে পিটিয়ে হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীদের দৃষ্টান্ত মূলক শাস্তিতে সাতক্ষীরায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১০টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপি।
সাতক্ষীরা প্রেসক্লাবের আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিনিধি কল্যাণ ব্যানার্জি, দৈনিক কল্যাণের সাতক্ষীরা প্রতিনিধি কাজী শওকত হোসেন ময়না, দৈনিক বর্তমান সময় এর সাতক্ষীরা প্রতিনিধি ও ডেইলি সাতক্ষীরার সম্পাদক হাফিজুর রহমান মাসুম, সাতক্ষীরা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ঈদুজ্জামান ইদ্রিস, দৈনিক জনতার সাতক্ষীরা প্রতিনিধি কালীদাস রায়, দপ্তর সম্পাদক শেখ ফরিদ আহমেদ ময়না, বাংলাভিশন টিভি চ্যানেলের সাতক্ষীরা প্রতিনিধি আসাদুজ্জামান, দৈনিক গ্রামের কাগজের সাতক্ষীরা প্রতিনিধি এস.এম রেজাউল ইসলাম, যমুনা টেলিভিশনের সাতক্ষীরা প্রতিনিধি আকরামুল ইসলাম, দৈনিক সকালে সময় এর সম্পাদক এস. কে. কামরুল, মাইটিভির সাতক্ষীরা প্রতিনিধি ফয়জুল হক বাবু, দৈনিক প্রবর্তন এর সাতক্ষীরা প্রতিনিধি কাজী জামালউদ্দিন মামুন, সাংবাদিক হাসান, মোঃ হাশেম প্রমুখ। মানবন্ধন সঞ্চালনা করেন দৈনিক বাংলার সাতক্ষীরা প্রতিনিধি এম. বেলাল হোসেন।
বক্তারা বলেন, সাংবাদিকরা হত্যা ও নির্যাতনে শিকার হলে তার কোন বিচার হয় না। সাংবাদিক সাগর, রুনি, মানিক সাহা, হুমায়ুন কবীর বালু, শামসুর রহমান কেবল, স.ম আলাউদ্দীন, বেলালসহ সারাদেশে অসংখ্য সাংবাদিক হত্যা নির্যাতন নিপীড়নের শিকার হলেও তার বিচার আজ পর্যন্ত হয়নি। বিচারহীনতার সংস্কৃতি সাংবাদিক হত্যা নির্যাতন নিপীড়নের তালিকা দীর্ঘ করছে। এই তালিকায় যুক্ত হলো জামালপুরের সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম। দুর্নীতিবাজরা একের পর এক সাংবাদিকদের হত্যাসহ নির্যাতন করে যাচ্ছে। আর আমরা রাজপথে তাদের বিচারের দাবীতে আন্দোলন করে যাচ্ছি। যা অত্যান্ত দু:খজনক ব্যাপার। বক্তারা বলেন, বক্তারা এ সময় জামালপুরের সাংবাদিক গোলাম রব্বানি নাদিমকে পিটিয়ে হত্যাসহ সারা দেশে সাংবাদিক নির্যাতন এবং হত্যার ঘটনায় জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্ত মূলক শাস্তির জোর দাবি জানান।