নিউজ ডেস্ক:
বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলে (বিএনপি) যোগ দিয়েছেন জামায়াতে ইসলামীর ২১ জন নেতাকর্মী। সোমবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় নন্দীগ্রাম পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের ঢাকইর গ্রামে এক আনুষ্ঠানিক অনুষ্ঠানের মাধ্যমে তারা বিএনপিতে যোগদান করেন।
যোগদানকালে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী, বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আলহাজ মোশারফ হোসেন নবাগত ওই নেতাকর্মীদের ফুলের মালা দিয়ে বরণ করে নেন।
এ সময় মোশারফ হোসেন বলেন, ‘বিএনপি সব সময় দল-মত-নির্বিশেষে সাধারণ মানুষের অধিকার ও কল্যাণে রাজনীতি করে। যারা আজ জামায়াত ছেড়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে বিএনপিতে যোগ দিয়েছেন, তাদের আমি আন্তরিকভাবে স্বাগত জানাই।’
বিএনপিতে যোগদানকারী জামায়াত নেতা জাকির হোসেন বলেন, ‘আমরা ২১ জন নেতাকর্মী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দেশপ্রেম ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঠিক নেতৃত্বের প্রতি আস্থা রেখে বিএনপিতে যোগ দিয়েছি। বগুড়া-৪ আসনে আলহাজ মোশারফ হোসেনের জনপ্রিয়তা আমাদের এই সিদ্ধান্ত নিতে অনুপ্রাণিত করেছে।’
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, পৌর বিএনপির সভাপতি মো. আলেকজান্ডার, সাধারণ সম্পাদক কে এম শফিউল আলম সুমন ও উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আব্দুর রউফ রুবেলসহ প্রমুখ।
