হোম আন্তর্জাতিক জাপানে আবারও শক্তিশালী ভূমিকম্পের আঘাত

আন্তর্জাতিক ডেস্ক:

শক্তিশালী ভূমিকম্পে দুই শতাধিক মানুষের প্রাণহানির মাত্র আট দিনের মাথায় জাপানে আবারও আঘাত হানল ভূমিকম্প। মঙ্গলবার (৯ জানুয়ারি) দেশটির মধ্যাঞ্চলে ৬ মাত্রার শক্তিশালী এ ভূমিকম্প অনুভূত হয়।

বার্তা সংস্থা এএফপির বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এ খবর জানিয়েছে।

জাপানের সরকারি সূত্রের বরাতে এএফপি জানিয়েছে, এ ভূমিকম্পের পর এখন পর্যন্ত কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ছয়।

তবে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ৫ দশমিক ৯। ভূমিকম্পটি জাপান সাগরের উপূকূলের দূরবর্তীস্থানে আঘাত হানে বলে জানিয়েছে জাপানের আবহাওয়া সংস্থা।

এর আগে, নতুন বছরের প্রথম দিনই জাপানে ৭ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এর এক সপ্তাহ পেরিয়ে গেলেও এখনো উদ্ধার হচ্ছে মৃতদেহ। দেশটিতে ভূমিকম্পে মৃতের সংখ্যা মঙ্গলবার ২০০ ছাড়িয়ে গেছে বলে জানিয়েছে এএফপি।

গত ১ জানুয়ারি স্থানীয় সময় বিকেলে জাপানের উত্তর-মধ্যাঞ্চলীয় ইশিকাওয়া প্রদেশে শক্তিশালী ৭ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এরপর আরও ১৫৫টি ভূমিকম্প আঘাত হানে। এসব ভূমিকম্পের বেশিরভাগেরই মাত্রা ছিল ৩-এর বেশি।

এই ভূমিকম্পের জেরে দেশটিতে সুনামিও আঘাত হানে। ইশিকাওয়া প্রশাসনিক অঞ্চলের ওয়াজিমা শহরে ১ দশমিক ২ মিটার উচ্চতার ঢেউ আছড়ে পড়ে।

ভূমিকম্পে ইশিকাওয়া প্রদেশে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সুজু ও ওয়াজিমা শহরে। এই দুই শহরে অসংখ্য ঘরবাড়ি ও বহুতল ভবন ভেঙে পড়েছে। এতে বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন