বাণিজ্য ডেস্ক :
স্পাইডার ম্যান: নো ওয়ে হোম। গত বছরের ৫ নভেম্বর মুক্তি পায় ২০ কোটি ডলার বাজেটের মার্কিন এই সিনেমাটি। ২০২১ সালে মুক্তি পাওয়া সিনেমাগুলোর মধ্যে আয়ের দিক থেকে এর অবস্থান ষষ্ঠ। এতে সিনেমাটির আয়ে ফুলেফেঁপে উঠছে সনি।
চলতি বছরের ১ ফেব্রুয়ারি পর্যন্ত হিসাব বলছে, স্পাইডার ম্যান: নো ওয়ে হোম সিনেমাটি আয় করেছে ১৭৪ কোটি ডলার। এর মধ্যে যুক্তরাষ্ট্র ও কানাডা থেকেই আয় এসেছে ৭৪ কোটি এবং বাকি ১০০ কোটি এসেছে বিশ্বের বিভিন্ন প্রান্তের সিনেমাপ্রেমীদের পকেট থেকে।
কলাম্বিয়া পিকচার্স ও মার্ভেল স্টুডিওর যৌথ উদ্যোগে নির্মাণ করা স্পাইডার ম্যানকে প্লে-স্টেশনে মুক্তি দিয়েছে জাপানের সনি পিকচার্স।
বুধবার (২ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, স্পাইডার ম্যান সিনেমাটির আয়েই ফুলেফেঁপে উঠছে সনি। জাপানি বর্ষপঞ্জিতে গত ডিসেম্বরে শেষ হওয়া তৃতীয় প্রান্তিকে সনির সিনেমা ব্যবসায় পরিচালন মুনাফা ৭ গুণ বাড়িয়ে ১৩০ কোটি ডলারে দাঁড়িয়েছে স্পাইডার ম্যান। স্পাইডার ম্যান বাড়ি খুঁজে না পেলেও সিনেমার বাজার-বোদ্ধাদের পূর্বাভাসকে ছুড়ে ফেলে গত প্রান্তিকে সনির পরিচালন মুনাফা বাড়িয়েছে ৩২ শতাংশ।
সেই হিসাবে স্পাইডার ম্যানের হাত ধরেই গত অক্টোবর থেকে ডিসেম্বর মাসে সনির মোট পরিচালন মুনাফা হয়েছে ৪০০ কোটি বা ৪ বিলিয়ন ডলার, যা অভাবনীয় ছিল বিশ্লেষকদের বাজার বিশ্লেষণে।