হোম অন্যান্যসারাদেশ জাপানি পর্যটকদের মালামাল ছিনতাই, গ্রেফতার ৩

অনলাইন ডেস্ক :

রাজধানীর রায়েরবাজারে দুই জাপানি পর্যটকের মালামাল ছিনতাইয়ের মামলায় তিনজনকে ৪ দিন পর গ্রেফতার করা হয়েছে। সেইসঙ্গে খোয়া যাওয়া মালামালও উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (২৮ এপ্রিল) পুলিশের তেজগাঁও বিভাগের অতিরিক্ত কমিশনার (এডিসি) মৃত্যুঞ্জয় দে সজল সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, গত সোমবার (২৪ এপ্রিল) রাতে রায়েরবাজার বদ্ধভূমি স্মৃতিসৌধে ঘুরতে যান দুই জাপানি পর্যটক। সেখানে ঘোরাঘুরির একপর্যায়ে ছিনতাইকারীদের কবলে পড়েন তারা। হারান নিজেদের মোবাইল ফোন, পাসপোর্টসহ সঙ্গে থাকা নগদ দেড় লাখ জাপানি ইয়েন।
 
পরে হোটেলে ফিরে হোটেল কর্তৃপক্ষকে জানালে মোহাম্মদপুর থানায় বিষয়টি জানান হোটেলের ম্যানেজার। এ ঘটনার ৪ দিন পর তিনজনকে গ্রেফতার ও মালামাল উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ।
 
পুলিশ জানিয়েছে, মামলার পর ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে এবং আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে প্রথমে স্বপন নামে এক ছিনতাইকারীকে শনাক্ত করা হয়। তার দেয়া তথ্য অনুযায়ী, উদ্ধার করা হয় বেশ কিছু জিনিসপত্র।
 
এ ঘটনার সঙ্গে জড়িত অপর দুই ছিনতাইকারী ঘটনার পরপরই নব্বই হাজার জাপানি ইয়েন নিয়ে ঘুরতে যান কক্সবাজার। পরে চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে আটক করা হয় ওই দুইজনকেও। তারা তিনজনই পেশাদার ছিনতাইকারী বলে জানায় পুলিশ।
 
পুলিশের এমন তৎপরতার প্রসংশা করেছেন ছিনতাইয়ের শিকার হওয়া জাপানি নাগরিকরা।
Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন