আন্তর্জাতিক ডেস্ক :
বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে অভিযান এবং হামলা বন্ধ না করা পর্যন্ত জান্তা সরকারের সঙ্গে কোনো আলোচনা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন মিয়ানমারের গণতন্ত্রপন্থি নেত্রী অং সান সু চির অনুসারীরা।
২০২১ সালের ফেব্রুয়ারিতে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে অং সান সু চির সরকারকে হটিয়ে মিয়ানমারের ক্ষমতা দখল করে জান্তা সরকার। তবে তাদের শাসক হিসেবে মেনে নেয়নি দেশটির সাধারণ মানুষ। উল্টো নির্বাচন ও গণতান্ত্রিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের দাবিতে দেশজুড়ে শুরু হয় প্রতিবাদ-বিক্ষোভ।
জান্তা সরকার ক্ষমতা দখলের পর থেকেই দেশটিতে বেশ কয়েকটি বিদ্রোহী গোষ্ঠীর নতুন করে আর্বিভাব হয়। তাদের দমনে বিভিন্ন রাজ্যে অভিযান শুরু করে জান্তা বাহিনী। পাল্টা হামলা চালাতে থাকে বিদ্রোহীরাও।
সংবাদমাধ্যম ইরাবতী জানায়, গেল দুই দিনে বিভিন্ন রাজ্য বিদ্রোহীদের হামলায় অন্তত ৪০ সেনা সদস্য নিহত হয়েছেন। এর মধ্যে শুধু শান রাজ্যেই ১০ সেনা নিহত হয়েছেন বলে দাবি বিদ্রোহীদের। এছাড়া সাগাইং রাজ্য পরপর চারটি হামলায় নিহত হয়েছেন আরও অন্তত ৩২ সেনা। নিজেদের সেনাদের নিহতের বিষয়ে মুখ না খুললেও পাল্টা আক্রমণে বিদ্রোহী গোষ্ঠীর বেশ কয়েকজন সদস্য আহত হয়েছেন বলে দাবি জান্তা বাহিনীর।
এর মধ্যেই বেসামরিক নাগরিকদের ওপর হামলা বন্ধ না করা পর্যন্ত জান্তা সরকারের সঙ্গে কোনো আলোচনা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির গণতন্ত্রপন্থি নেতা ডুয়া লাশি লা। বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি।
জান্তা সরকার ক্ষমতায় থাকুক এটা জনগণ চায় না বলেও উল্লেখ করেন মিয়ানমারের গণতন্ত্রপন্থি নেত্রী অং সান সু চির অনুসারী ডুয়া লাশি লা। জান্তা বাহিনীকে রুখতে মিত্র দেশগুলোর সহযোগিতাও চেয়েছেন জাতীয় ঐক্য সরকারের এ প্রতিনিধি।
