হোম খেলাধুলা জানা গেল বিশ্বকাপ টিকিটের দাম ও প্রাপ্তির স্থান

স্পোর্টস ডেস্ক:

আগামী ১০ আগস্ট থেকেই অনলাইনে আইসিসি বিশ্বকাপের টিকিট কিনতে পারবেন দর্শকরা। টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে সর্বোচ্চ ১ হাজার ও সর্বনিম্ন ৪০০ রুপি। ভারতের সংবাদ মাধ্যমে এসেছে এমন খবর। এছাড়া প্রতি ম্যাচের জন্য আইসিসি দেড় হাজারের বেশি টিকিট চেয়েছে বলেও জানা গেছে।

আর মাত্র দুই মাসের অপেক্ষা। ৫ অক্টোবর শুরু আইসিসি ওয়ানডে বিশ্বকাপ। তবে, বিসিসিআই’র একের পর এক জটিলতায় রং হারাচ্ছে ক্রিকেট দুনিয়ার সবচেয়ে বড় আসর। সূচি নিয়েও চলছে টানাপোড়েন। এরই মাঝেই টিকিট নিয়েও বেঁধেছে জটিলতা। সময় ঘনিয়ে আসলেও এখনো নির্ধারিত হয়নি টিকিট বিক্রির সময় ও মূল্য। তবে, এবার আশার কথাই জানালেন ভারতীয় ক্রিকেট বোর্ড সেক্রেটারি জয় শাহ।

সম্প্রতি আগ বাড়িয়ে বিশ্বকাপে ইডেন গার্ডেন্সের টিকিটের মূল্য প্রকাশ করে বিসিসিআই’র তোপের মুখে পড়েছিল ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল। তাদের সঙ্গে বৈঠক করে ইডেন্সের ম্যাচ গুলোর জন্য টিকিটের মূল্য নির্ধারণ করার কথাও রয়েছে। পরিবর্তিত সূচি প্রকাশের দিনই সব ঠিকঠাক করে খুব শিগগিরই টিকিটের দাম ও বিক্রির সময় জানানো হবে বলে জানিয়েছেন জয় শাহ।

তিনি বলেন, ‘আগামী সপ্তাহেই আমরা চূড়ান্তভাবে সব জানিয়ে দেব। আইসিসির সঙ্গে আমাদের আলোচনা প্রায় শেষ। কোন কোন প্ল্যাটফর্মে টিকিট পাওয়া যাবে, দাম কেমন হবে সব কিছুই আগামী সপ্তাহের মধ্যেই সবাই জানতে পারবে।’

তবে দ্য ইকোনমিক টাইমস-সহ একাধিক ভারতীয় সংবাদ মাধ্যমের দাবি, আগামী ১০ আগস্ট থেকেই অনলাইনে পাওয়া যেতে পারে টিকিট। যার সর্বোচ্চ মূল্য হতে পারে ১ হাজার রুপি ও সর্বনিম্ন ৪০০ রুপি। যদিও বোর্ড মিটিংয়ের পর ৩১ জুলাই টিকিটের দাম নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা দিবে বিসিসিআই।

ভারতের ১০ ভেন্যুতে হবে এবারের বিশ্বকাপ। প্রতি ম্যাচের জন্যই বিসিসিআই ও আইসিসিকে ৩০০ হসপিটালিটি টিকিট দিতে হবে ভেন্যু কর্তৃপক্ষদের। এছাড়া গ্রুপ পর্বের প্রতি ম্যাচে আইসিসিকে ১২৯৫টি টিকিট দিতে হবে রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশনকে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন