হোম জাতীয় জাতীয় নির্বাচন: ৯ লাখ কর্মকর্তার প্রশিক্ষণ শুরু

জাতীয় ডেস্ক:

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে আয়োজনে ৯ লাখের বেশি কর্মকর্তাকে প্রশিক্ষণ দেয়া শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে ভোটগ্রহণ কর্মকর্তাদের (প্রিসাইডিং অফিসার, সহকারী প্রিসাইডিং অফিসার ও পোলিং অফিসার) এ প্রশিক্ষণ শুরু হয়েছে। এ কর্মসূচি চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত।

প্রশিক্ষণ বিষয়ে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক এসএম আসাদুজ্জামান গণমাধ্যমকে জানান, প্রশিক্ষণ আজ শুরু হয়েছে। অঞ্চলভেদে একেকদিন একেক এলাকায় প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হবে।

তিনি আরও বলেন, ধাপে ধাপে ৩১ ডিসেম্বর পর্যন্ত প্রিসাইডিং অফিসার চার লাখ ছয় হাজার ৩৬৪ জন, সহকারী প্রিসাইডিং অফিসার দুই লাখ ৮৭ হাজার ৭২২ জন এবং পোলিং অফিসার পাঁচ লাখ ৭৫ হাজার ৪৪৩ জনসহ মোট ৯ লাখ ৯ হাজার ৫২৯ জনকে প্রশিক্ষণ দেয়া হবে।

এদিকে ৭ জানুয়ারি সকালে ভোটকেন্দ্রগুলোতে ব্যালট পৌঁছানো হবে বলে সোমবার (১৮ ডিসেম্বর) জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) হাবিবুল আউয়াল। তিনি বলেন, ব্যালট পেপার যতটুকু সম্ভব ভোট গ্রহণ শুরু হওয়ার আগেই পাঠানো হবে। স্বচ্ছতা নিশ্চিত করতেই আমরা এই সিদ্ধান্ত নিয়েছি।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন