খেলার সংলাপ :
সদ্য শেষ হওয়া বিপিএলে ব্যাট হাতে আলো ছড়িয়েছেন তৌহিদ হৃদয়। সিলেট স্ট্রাইকার্সের জার্সিতে নিয়মিত রান করে টুর্নামেন্টের তৃতীয় সর্বোচ্চ স্কোরারও তিনি। ব্যাট হাতে আলো ছড়ানো তৌহিদকেই এবার জাতীয় দলে ডেকেছে বাংলাদেশ জাতীয় দলের নির্বাচকরা। বিষয়টা খানিকটা তাড়াহুড়ো হিসেবেই দেখছেন মাশরাফী বিন মোর্ত্তজা।
জাতীয় দলে তৌহিদের সুযোগ পাওয়া নিয়ে মাশরাফী বলেছেন, ‘তৌহিদ হৃদয় ক্যারিয়ারের একদম শুরুর দিকে আছে। আমি হয়তো আরেকটু সময় নিতাম ওর ক্ষেত্রে। সবাইকে এটা মেনে নিতে হবে এখন। জাতীয় দলে একটা দেশের সেরা পাঁচজন বোলার থাকবে, আমি আশা করি না, ও এসেই, ভালো খেললে, আলহামদুলিল্লাহ। তবে আমাদের প্রত্যাশায় একটু লাগাম থাকা উচিত। কারণ ছেলেটাকে খুব দ্রুত দলে নেওয়া হয়েছে। এটা আমার কাছে মনে হয়, আমার মতামত।’
মাশরাফীর এই কথার পেছনে মূলত কারণ হলো— জাতীয় দলে যেহেতু দ্রুত তৌহিদকে সুযোগ দেওয়া হয়েছে তেমনি তাকে যেন মানিয়ে নেওয়ার সুযোগ দেওয়া হয়। সাবেক এই অধিনায়ক বলেন, ‘এমন না হয় যে, আবার রান না করলে ছুঁড়ে ফেলে দেওয়া হয়। এই প্রশ্ন আমরা করি না কেউ, কেন এক টুর্নামেন্ট দেখে নিচ্ছেন, আবার দুই ম্যাচ খেলিয়ে বাদ দিচ্ছেন। এই জিনিসগুলো (দলে) নেওয়ার সময় যেমন খেয়াল রাখতে হবে, বাদ দেওয়ার সময়ও খেয়াল রাখতে হবে।’