নিজস্ব প্রতিবেদক :
জাতীয় ছাত্র সমাজ সাতক্ষীরা জেলা শাখার পক্ষ থেকে শুক্রবার পৌরসভার বিভিন্ন যায়গায় করোনায় কবলিত ৪০০ পরিবারের মাঝে শাখ সব্জি বিতরণ করা হয় ।
এ সময় উপস্থিত ছিল কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা প্রজন্ম পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক ছাত্র নেতা এ,বি,এম রাজিবুল্লা রাজু, জেলা ছাত্র সমাজের সভাপতি ও খুলনা বিভাগীয় সাংগঠনিক কায়ছারুজ্জামান হিমেল, সহ সভাপতি নাহিদুর রহমান রিমন,কোষাদক্ষ মঞ্জুরুল ইসলাম মিলন, সাংগঠনিক সম্পাদক রোকোনুজ্জামান সুমন, জেলা সহ সাধারণ সম্পাদক ইসরাফুল ইসলাম, সদর উপজেলা সভাপতি আশরাফুজ্জামান রকি,পৌর সদস্য সচিব রুমি,পৌর ১ওয়াড সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, ২ওয়াড সভাপতি দিপতো,তামিম,ময়না,ফাহিম,বাপ্পি,।
এ সময় এলাকার সমাজসেবক দুষ্টু,হাফিজ,নয়ন,শানু,পুতুল,শাহিন,হাফিজুল,মুজিবর ও অন্যান্যরা সহযোগিতা করেন,জেলা ছাত্র সমাজের পক্ষ থেকে জানানো জাতীয় পর্টির চেয়ারম্যানের নিদেশে ও কেন্দ্রীয়ছাত্র সমাজের দিক নিদর্শনয় ও জেলা জাতীয় পার্টির সহযোগিতায় করোনায় কবলিত দুস্ত মানুষের জন্য তাদের এই যাত্রা অব্যাহত থাকবে।