ইবি প্রতিনিধি:
জেল হত্যা দিবস উপলক্ষে জাতীয় চার নেতার অমর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে দোয়া ও মোনাজাতের আয়োজন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রলীগ।
শুক্রবার (৩ নভেম্বর) বাদ আছর বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হল মসজিদে এর আয়োজন করে সংগঠনটি।
এসময় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয়, সহ-সভাপতি নাইমুর রহমান জয় ও ছাত্রলীগকর্মী শাহিন আলমসহ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে দোয়া মোনাজাত পরিচালনা করেন শহীদ জিয়াউর রহমান হলের সিনিয়র ইমাম বেলায়েত হোসেন।
এসময় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয় বলেন, ‘১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর মহান মুক্তিযুদ্ধে নেতৃত্ব দানকারী চার নেতাকে ওই বছরের ৩ নভেম্বর খুনি মোশতাক এবং তৎকালীন জিয়াউর রহমানের প্রত্যক্ষ নির্দেশে কারাগারের মধ্যে নোংরা হত্যাকান্ড সংঘটিত হয়েছিল। ইবি শাখা ছাত্রলীগ ১৯৭৫ সালে নিহত জাতীয় চার নেতার রুহের মাগফেরাত কামনা করছে। ১৯৭৫ সালে নীল নকশাকারীরা যদি ইবির বুকে কোনো অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করে তাহলে শাখা ছাত্রলীগ তার দাত ভাঙ্গা জবাব দিবে।’
উল্লেখ্য, ১৯৭৫ সালের এই দিনে ঢাকার কেন্দ্রীয় কারাগারে মহান মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী জাতীয় চার নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আজীবন রাজনৈতিক সহচর এবং তার অবর্তমানে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালনকারী উপ-রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, তৎকালীন প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ, অর্থমন্ত্রী এম মনসুর আলী এবং খাদ্য ও ত্রাণ মন্ত্রী এ এইচ এম কামরুজ্জামানকে নির্মমভাবে হত্যা করা হয়।