হোম রাজনীতি জাতীয় নির্বাচন ২০২৪: কোন দলের প্রার্থী কত?

জাতীয় নির্বাচন ২০২৪: কোন দলের প্রার্থী কত?

কর্তৃক Editor
০ মন্তব্য 100 ভিউজ

রাজনীতি ডেস্ক:

আর মাত্র একদিন পরেই ভোট উৎসবে শামিল হবেন দেশবাসী। ৫ বছর পর দেশের ১১ কোটি ৯৬ লাখ ৮৯ হাজার ২৮৯ ভোটার মূল্যবান ভোট দিয়ে নির্বাচিত করবেন পরবর্তী সরকার। এবারের নির্বাচনে অংশ নিচ্ছে ২৮টি দল। এর মধ্যে দলীয় প্রার্থী ১ হাজার ৫৩৪ জন আর স্বতন্ত্র ৪৩৬ জন।

বিএনপি ও সমমনাদের বর্জনের মধ্যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট হচ্ছে। এবার সবচেয়ে বেশি ২৬৬ জন প্রার্থী দিয়েছে আওয়ামী লীগ। এ ছাড়া ২৬৫ জন প্রার্থী দিয়েছে জাতীয় পার্টি। আর তৃতীয় সর্বোচ্চ ১৩৫ জন প্রার্থী রয়েছেন ‘সোনালী আঁশ’ প্রতীক নিয়ে নির্বাচনে আসা তৃণমূল বিএনপির।

২৮ রাজনৈতিক দলের প্রার্থী সংখ্যা

আওয়ামী লীগ (নৌকা): ২৬৬ জন

জাতীয় পার্টি (লাঙ্গল): ২৬৫ জন

জাকের পার্টি (গোলাপ ফুল): ২১ জন

তৃণমূল বিএনপি (সোনালী আঁশ) : ১৩৫ জন

ন্যাশনাল পিপলস পার্টি (আম): ১২২ জন

বাংলাদেশ কংগ্রেস (ডাব): ৯৬জন

জাসদ (মশাল): ৬৬ জন

বাংলাদেশ সুপ্রিম পার্টি (একতারা): ৭৯ জন

বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট (ছড়ি): ৬৩ জন

বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট-বিএনএফ (টেলিভিশন): ৪৫ জন

বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন-বিএনএম (নোঙ্গর): ৫৬ জন

বাংলাদেশ তরীকত ফেডারেশন (ফুলের মালা): ৩৮ জন

ইসলামী ঐক্যজোট (মিনার): ৪২ জন

ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ (চেয়ার): ৩৯ জন

বাংলাদেশ ইসলামী ফ্রন্ট (মোমবাতি): ৩৭ জন

কৃষক শ্রমিক জনতা লীগ (গামছা): ৩০ জন

বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি (হাতুড়ি): ২৬ জন

গণফ্রন্ট (মাছ): ২১ জন

জাতীয় পার্টি-জেপি (বাই সাইকেল): ১৩ জন

বাংলাদেশ কল্যাণ পার্টি (হাতঘড়ি): ১৬ জন

বাংলাদেশ খেলাফত আন্দোলন (বটগাছ): ১১ জন

বিকল্প ধারা বাংলাদেশ (কুলা): ১০ জন

বাংলাদেশ জাতীয় পার্টি (কাঁঠাল): ৫ জন

গণতন্ত্রী পার্টি (কবুতর): ১০ জন

গণফোরাম (উদীয়মান সূর্য): ৯ জন

বাংলাদেশ সাম্যবাদী দল (চাকা): ৪ জন

বাংলাদেশ ন্যশনাল আওয়ামী পার্টি-ন্যাপ (কুঁড়েঘর): ৫ জন

বাংলাদেশ মুসলিম লীগ-বিএমএল (হাত পাঞ্জা): ৪ জন

স্বতন্ত্র ৪৩৬ জন।

রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পযন্ত একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন