হোম ঢাকাফরিদপুর জাতীয় জন্ম -মৃত্যু নিবন্ধন দিবস উপলক্ষে ফরিদপুরে র্র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

ফরিদপুর প্রতিনিধি:

ফরিদপুরের জাতীয় জন্ম-মৃত্যু নিবন্ধন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ফরিদপুর জেলা প্রশাসনের উদ্যোগে রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ ইয়াসিন কবির উপ-পরিচালক ( ভারপ্রাপ্ত) স্থানীয় সরকার ফরিদপুর এর সভাপতিত্বে আজ শুক্রবার সকাল দশটায় একটি র্র‍্যালী জেলা প্রশাসকের কার্যালয় হতে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এরপর জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন ফরিদপুর সদর উপজেলা চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা, সদর উপজেলা নির্বাহী অফিসার লিটন ঢালী, সহকারি কমিশনার ভূমি জিয়াউর রহমান, কানাইপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জনাব আলতাফ হোসেন সহ বিভিন্ন ইউনিয়নের সচিবসহ অন্যন্য ব্যক্তিবর্গ।

আলোচনা সভায় বক্তারা বর্তমান সরকারের গৃহীত পদক্ষেপের ভূয়সী প্রশংসা করেন।

জাতীয় জন্ম মৃত্যু দিবস উপলক্ষে ফরিদপুর জেলা ইউনিয়ন পরিষদের সচিবদের ধন্যবাদ জ্ঞাপন করা হয় এবং তাদের অক্লান্ত পরিশ্রমের কারণে আজ ফরিদপুর জেলার বাংলাদেশের ১০ নম্বর এবং ঢাকা বিভাগের মধ্যে ১ নম্বরে স্থান অর্জন করেছেন। ইউনিয়ন সচিবদের উদ্দেশ্যে বলা হয় আপনাদের কঠোর পরিশ্রমের জন্য সারা বাংলাদেশের মধ্যে ফরিদপুর জেলা জন্ম-মৃত্যু নিবন্ধনে সুনাম অর্জন করেছে ভবিষ্যতে এর ধারাবাহিকতা ধরে রাখতে হবে৷ আপনাদের মাঝে যারা ভালো কাজ করছেন তাদেরকে জেলা প্রশাসনের পক্ষ থেকে পুরস্কৃত করা হবে। আপনাদের লক্ষ রাখতে হবে মানুষ যেন কোন হয়রানির শিকার না হয় এবং নিবন্ধনের জন্য নির্ধারিত টাকার চেয়েও বেশি দাবী করা না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন