হোম আন্তর্জাতিক জাতিসংঘে গিয়ে ব্রাজিলের চার সফরকারী করোনা আক্রান্ত

আন্তর্জাতিক ডেস্ক :

জাতিসংঘের সাধারণ অধিবেশনে গিয়ে ব্রাজিলের চার সফরকারী করোনা আক্রান্ত হয়েছেন। সর্বশেষ ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বোলসোনারোর প্রতিনিধি দলের সদস্য পেড্রো গুইমারেস করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

রোববার (২৬ সেপ্টেম্বর) তার একটি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে এ তথ্য জানিয়েছেন। খবর এনডিটিভির।

গুইমারেস রাষ্ট্রীয় ঋণদাতা কাইক্সা ইকোনমিকা ফেডারেলের প্রধান নির্বাহী কর্মকর্তা।

বোলসোনারোর সঙ্গে নিউইয়র্কে গিয়ে গুইমারেস হলেন চতুর্থ ব্যক্তি যিনি করোনাভাইরাসে আক্রান্ত হলেন।

তবে গুইমারেস বলেছিলেন, তিনি পুরোপুরি টিকা পেয়েছেন।

তিনি বলেছেন, তিনি করোনা উপসর্গহীন। কিন্তু বুধবার নিউইয়র্ক থেকে ব্রাজিল ফিরে আসার পর থেকে তিনি আইসোলেশনে ছিলেন।

এর আগে নিউইয়র্ক সফরকারীদের মধ্যে স্বাস্থ্যমন্ত্রী মার্সেলো কুইরোগা, বোলসোনারোর ছেলে এডুয়ার্ডো ও একজন কূটনীতিকও করোনা আক্রান্ত হয়েছিলেন। কুইরোগা এখনও নিউইয়র্কের একটি হোটেলে আইসোলেশনে রয়েছেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন