কিশোরগঞ্জ প্রতিনিধিঃ“জাতির পিতার সম্মান, রাখবো মোরা অম্লান” এই অঙ্গিকারের মধ্য দিয়ে কিশোরগঞ্জের কুলিয়ারচরে কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষ্কর্য ভাঙার প্রতিবাদে সরকারি কর্মকর্তা-কর্মচারী ফোরামের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।আজ শনিবার (১২ ডিসেম্বর) সকালে কুলিয়ারচর থানা সংলগ্ন মাঠে উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়াৎ ফেরদৌসী’র সভাপতিত্বে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।সমাবেশে বক্তারা কুষ্টিয়ায় জাতির পিতার ভাস্কর্য ভাঙার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। আলেম-উলামাদের সাথে যখন বর্তমান সরকারের সম্পর্ক সুদৃঢ় ঠিক সেই মুহুর্তে একটি কুচক্রী মহল সেই সম্পর্ককে নস্যাৎ করার চেষ্টা করছে। এছাড়া আলেমদেরকে সামনে রেখে পেছন থেকে যারা উস্কানি দিচ্ছে তাদেরকে চিহ্নিত করে দেশ থেকে চিরতরে দূর করার হুশিয়ারিও দেন বক্তারা।অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সারমিনা সাত্তার, আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষে ওসি (তদন্ত) কাজী মাহফুজ হাসান সিদ্দিকী, স্বাস্থ্য বিভাগের পক্ষে উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডাঃ মোহাম্মদ ওমর খসরু, উপজেলার বিভিন্ন বিভাগের কর্মকর্তাদের পক্ষে উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষে কুলিয়ারচর সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ ইদ্রিস মিয়া, মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষে কুলিয়ারচর সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ মোঃ ফজলুল হক, প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কুলিয়ারচর উপজেলা শাখার সভাপতি ফজলে এলাহী ও উপজেলা তৃতীয় শ্রেণি কর্মচারী ক্লাবের পক্ষে উপজেলা নির্বাহী অফিসের সিএ কাম উচ্চমান সহকারী ফজলুর রহমান পটল বক্তব্য রাখেন।s