হোম অন্যান্যসারাদেশ জাতির পিতার জন্ম শতবার্ষিকী উপলক্ষে মাগুরায় মহিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

জাতির পিতার জন্ম শতবার্ষিকী উপলক্ষে মাগুরায় মহিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

কর্তৃক Editor
০ মন্তব্য 105 ভিউজ

মাগুরা অফিস :

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে মাগুরায় আজ শুক্রবার বিকালে মহিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান স্টেডিয়ামে প্রীতি ফুটবল ম্যাচে মাগুরা মহিলা ফুটবল দল ৬-০ গোলে শ্রীপুর মহিলা ফুটবল দলকে হারিয়ে বিজয়ী হয়।

মাগুরা জেলা মহিলা ক্রীড়া সংস্থার আয়োজনে এ প্রীতি ফুটবল ম্যাচে বিজয়ী দলের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন অনুষ্ঠানে প্রধান অতিথি খুলনা বিভাগীয় কমিশনারের সহধমির্নী দিলরুবা খান। এ সময় খুলনা বিভাগীয় কমিশনার ড.মোহাম্মদ আনোয়ার হোসেন হাওলাদার, মাগুরা জেলা মহিলা ক্রীড়া সংস্থার সভানেত্রী ড.নাছরিন আখতার, জেলা প্রশাসক ড. আশরাফুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আফাজ উদ্দিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সুফিয়ান ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মকবুল হোসেন উপস্থিত ছিলেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন