হোম খেলাধুলা জহিরের গুগলিতে বিভ্রান্ত লিটন, উইকেটে এখন শেষ স্বীকৃত জুটি

খেলাধূলা ডেস্ক:

শেষ বিকেলে কি পথ হারাল বাংলাদেশ? শান্তর পর বিদায় অধিনায়ক লিটনের। আফগানিস্তানের বিপক্ষে বড় সংগ্রহের পথে থাকা বাংলাদেশ টানা উইকেট হারিয়ে কিছুটা ব্যাকফুটে এখন।

জহির খানের ফুল লেন্থের বলটা স্টাম্পের অনেক বাইর দিয়েইও চলে যাচ্ছিল। কিন্তু শেষ মুহূর্তে লিটন খেলার সিদ্ধান্ত নিলেন। আর ভুলটা করলেন তাতেই। ব্যাটের কানায় চুমুক দিয়ে বল চলে গেল প্রথম স্লিপে দাঁড়ানো ইবরাহিম জাদরানের হাতে। টেস্টে প্রথমবার অধিনায়কত্ব করতে নামা লিটন গুগলিতে পরাস্ত হয়ে ফিরলেন ৯ রান করেই। বড় উইকেট পেয়ে আফগানরাও উল্লাসে বুঝিয়ে দিল খেলায় ফিরতে কতটা মরিয়া তারা।

মুশফিকুর রহিমের সঙ্গে এখন ক্রিজে মেহেদী হাসান মিরাজ। এটাই বাংলাদেশের শেষ স্বীকৃত জুটি।

এর আগে সেঞ্চুরিয়ান শান্ত ৫৮তম ওভারে স্পিনার আমির হামজাকে তুলে মারতে গিয়ে ক্যাচ দেন। এর আগ পর্যন্ত আক্রমণাত্মক শটগুলো ঠিকঠাক হলেও এবার হয়নি আর। ২ ছক্কা ও ২৩ চারের দারুণ ইনিংসটার অপমৃত্যু ঘটে তাতে! দেড়শ’ রানের কাছাকাছি গিয়েও ছোঁয়া হয়নি মাইলফলক। ১৭৪ বলে ১৪৬ রানে থামতে হয় বাংলাদেশের নতুন রানমেশিনকে।

তার আগে অল্প রানেই বিদায় নিয়েছেন মুমিনুল হকও। টাইগারদের সাবেক টেস্ট অধিনায়ক ১৫ রান করেই নিজাত মাসুদের বলে আউট হয়ে যান। বাউন্সার তার ব্যাটের কোনা ছুঁয়ে জমা পড়ে উইকেটকিপার আফসার জাজাইয়ের হাতে। অবশ্য আম্পায়ার প্রথমে বোলারের আবেদনে সাড়া দেননি। ফলে ডিআরএসের শরণাপন্ন হয় আফগানরা। টিভি রিপ্লেতে দেখা যায়, বল তার ব্যাটে আলত করে ছুঁইয়ে গেছে। ফলে রিভিউয়ে আউটের সিদ্ধান্ত দেন তিনি।

এদিন টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। দলীয় ৬ রানের মাথায় জাকির আউট হলে ওপেনার জয়কে নিয়েই দলের হাল ধরেন শান্ত। ম্যাচটিতে তিনি ১১৮ বলে তুলে নেন সেঞ্চুরি। শতরান তুলতে হাঁকিয়েছেন ১৮টি চারের মার। এছাড়া ১০২ বলে হাফ সেঞ্চুরি তুলে নেন ওপেনার মাহমুদুল হাসান জয়।

এদিন ব্যাটিংয়ে নেমে ১.১ ওভারে নিজাতুল্লাহ মাসুদের বলে উইকেটরক্ষক আফসার জাজাইয়ের হাতে ক্যাচ তুলে দেন জাকির। এটি ছিল আফগানিস্তানের জার্সিতে মাসুদের প্রথম বল। আর সেই বলেই সফল হন এ পেসার। জাকির সাজঘরে ফেরেন ২ বলে ১ রান করে। এর পরেই ঘুরে দাঁড়ায় বাংলাদেশ।

মূলত অফ স্টাম্পের বাইরে দিয়ে বেরিয়ে যাওয়া বলে খোঁচা দেন জাকির। শুরুতে মনে হয়েছিল বলটি ব্যাটে লাগেনি। তাই আম্পায়ার পল রাইফেল আউটও দেননি। তবে আফগানিস্তান রিভিউ নিলে দেখা যায়, মাসুদের করা বলটি জাকিরের ব্যাট ছুঁয়ে উইকেটরক্ষকের হাতে ক্যাচ হয়েছে। পরে দেয়া হয় আউট।

এদিকে ২১২ রানের জুটি গড়ার পর তা ভাঙেন আফগান স্পিনার রহমত শাহ।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন