রাজনীতি ডেস্ক:
একদিকে সরকার পতনের এক দফা দাবিতে লাগাতার কর্মসূচি নিয়ে রাজপথে বিএনপিসহ সমমনা দলগুলো। অন্যদিকে সমান তালে মাঠে থেকে বিরোধীদের অপরাজনীতির জবাব দিয়ে ভোটের পথে হাঁটছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ।
এমন অবস্থার মধ্যেই বিএনপির আল্টিমেটাম ‘২৮ অক্টোবর’; সেদিন মহাসমাবেশ থেকে সরকার পতন আন্দোলনের ‘মহাযাত্রা’ শুরুর কথা বলছে দলটি। আর তারপর থেকেই রাজনীতিতে নতুন করে ছড়াচ্ছে উত্তাপ। শীর্ষ মহল থেকে আমজনতা- সবখানেই জল্পনা কী হতে যাচ্ছে সেদিন?
রাজধানী দখলে রাখতে একইদিন কর্মসূচি নিয়ে রাজপথে থাকছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগও। আবার সরকার তথা ডিএমপির পক্ষ থেকেও রাখা হয়েছে সতর্ক অবস্থান। এসবের মধ্যে আবার ২৮ অক্টোবর সামনে রেখে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের দৌড়ঝাঁপ, তৎপরতাও চোখে পড়ার মতো।
তবে আওয়ামী লীগ নেতারা বলছেন, ২৮ অক্টোবর ঘিরে বিরোধীরা অরাজক কিছু করলে ছেড়ে দেবে না ক্ষমতাসীনরাও।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফরউল্লাহ সময় সংবাদকে বলেন, আমরা মাঠ ছেড়ে দেব না। খালি মাঠে গোল দিতে পারবে না। বিএনপি যদি মনে করে যে তারা মহাসমাবেশ করবে, তো ওই একই জায়গায় করতে পারবে।
সব মিলিয়ে রাজনীতি হাঁটছে কোন দিকে? বিশ্লেষকদের অনেকেই মনে করেন, আপাতদৃষ্টিতে শান্তিপূর্ণ কর্মসূচিরই ইঙ্গিত মিলছে। ভিসা নীতিসহ বাইরের প্রত্যক্ষ-পরোক্ষ চাপ রাজনৈতিক দলগুলোর সংযমী কর্মসূচিতে ভূমিকা রাখছে বলে মনে করেন বিশ্লেষকের কেউ কেউ।
গণমাধ্যম ব্যক্তিত্ব নাঈমুল ইসলাম খান সময় সংবাদকে বলেন, সহিংসতার আশঙ্কা আছে- এমন কর্মসূচি এখনও বিএনপি দেয়নি। ২৮ তারিখের ব্যাপারেও তারা প্রতিশ্রুতি দিয়েছেন যে, আবস্থান ধর্মঘট করবেন না। তারা থেকে যাবেন, সেটা নয়।
এ কর্মসূচি ঘিরে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ।
সোমবার (২৩ অক্টোবর) তিনি বলেন, নির্বিঘ্নে ২৮ তারিখ বিএনপি মহাসমাবেশ করতে পারবে। তবে যেকোনো ধরনের নাশকতার ব্যাপারে সর্বদা সজাগ রয়েছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
হারুন অর রশীদ বলেন, ‘আগামী ২৮ তারিখের সমাবেশ ঘিরে কোনো নাশকতার আশঙ্কা নেই। তবে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকবে। অতীতের মতোই শান্তিপূর্ণ সমাবেশ হবে বলে আশা করি।’
র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন জানিয়েছেন, রাজনৈতিক দল তাদের সমাবেশ করবে এটাই স্বাভাবিক। কিন্তু রাষ্ট্রের নিরাপত্তার বিষয় আমরা দেখবো। সেই সঙ্গে কেউ যাতে জনগণের সম্পত্তি বিনষ্ট করতে না পারে, সেটাও দেখবো।
দেশে বর্তমানে কোনো প্রকার জঙ্গি হামলার সুনির্দিষ্ট তথ্য নেই জানিয়ে তিনি বলেন, আমরা চুপচাপ বসে নেই। আমাদের কাজ চলমান। যেকোনো পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রস্তুত ডগ সুইপিং স্কোয়াড ও হেলিকপ্টার।