হোম খুলনাসাতক্ষীরা জলাবদ্ধতা নিরশনে দেবহাটার বিভিন্ন খালে মৎস্য অধিদপ্তরের অভিযান

জলাবদ্ধতা নিরশনে দেবহাটার বিভিন্ন খালে মৎস্য অধিদপ্তরের অভিযান

কর্তৃক Editor
০ মন্তব্য 58 ভিউজ
আব্দুল্লাহ আল মামুন:
সাতক্ষীরার দেবহাটা উপজেলার বিভিন্ন খালে অবৈধ নেট পাটা দিয়ে জলবদ্ধতা নিরশনের প্রতিবন্ধকতা সৃষ্টি করায়, দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলন সাহার নির্দেশনায় অভিযান পরিচালনা করেছে মৎস্য অধিদপ্তর। দেবহাটা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আবুবক্কার সিদ্দিকীর নেতৃত্বে আজ বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত এই অবৈধ নেট পাটা অপসারণের অভিযান পরিচালনা করা হয়। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন মেরিন ফিসারিজ কর্মকর্তা সাজ্জাদ হোসেন।অভিযান পরিচালনা কালে সুবর্ণবাদ ও টিকেট খালের ৩০টি পয়েন্ট থেকে অবৈধ নেটপাটা অপসারণ করা হয়। এসময় সিনিয়র মৎস্য কর্মকর্তা আবুবক্কার সিদ্দিকীর বলেন, অবৈধ নেট পাটা দিয়ে জলবদ্ধতা সৃষ্টির পাশাপাশি উন্মুক্ত জলাশয়ে ছোট বড় সব মাছ নেট জালে ধরা পড়ার কারণে মাছের প্রজনন নষ্ট হচ্ছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন