আন্তর্জাতিক ডেস্ক :
বৈশ্বিক গড় তাপমাত্রা বৃদ্ধির হার ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে রাখতে যুক্তরাষ্ট্র কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। শুক্রবার (১১ নভেম্বর) কপ-২৭ জলবায়ু সম্মেলনে দেয়া বক্তব্যে একথা জানান তিনি। এসময় জলবায়ু সংকট মোকাবিলায় বিশ্বনেতাদের একযোগে কাজ করারও আহ্বান জানান মার্কিন প্রেসিডেন্ট।
বাইডেন বলেন, চলতি বছর যুক্তরাষ্ট্র বন্যা ও খরাসহ নানা প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়েছে। তবে মার্কিন প্রশাসন যথাযথ পদক্ষেপ নেয়ায় ক্ষতির পরিমাণ কিছুটা কম হয়েছে। ২০৩০ সালের মধ্যে বৈশ্বিক গড় তাপমাত্রা বৃদ্ধির হার ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে রাখতে কার্বন নিঃসরণ যতটা কমানো দরকার, যুক্তরাষ্ট্র তা করছে।
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটরা জয়ী হলে সময়ের আগেই এ লক্ষ্য পূরণ করা সম্ভব বলেও মন্তব্য করেন বাইডেন। এ সময়, ২০১৫ সালে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্যারিস জলবায়ু চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার তীব্র সমালোচনা করেন বাইডেন।
তিনি বলেন, জলবায়ু সংকট মানুষের জীবন, অর্থনীতি, পরিবেশ ও জাতীয় নিরাপত্তার জন্য হুমকি। তবে সবার জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য পৃথিবী গড়তে যুক্তরাষ্ট্র কাজ করে যাচ্ছে। বিশ্বব্যাপী সংকট কাটাতে চলতি বছরও আগের বছরগুলোর তুলনায় বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়িয়েছি আমরা।
দ্রুত জলবায়ু পরিবর্তনের কারণ হিসেবে কয়েক দশক ধরে কার্বন ডাই অক্সাইড নিঃসরণকে দায়ী করে আসছেন পরিবেশবিদরা। বর্তমানে মিথেনের ব্যবহারের ব্যাপারেও আলাদা নজর দেয়া হচ্ছে, যা কার্বন ডাই অক্সাইডের চেয়েও দ্রুত গতিতে বায়ুমণ্ডলকে উষ্ণ করে তুলছে। এ অবস্থায় কয়লাসহ জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছে সম্মেলনে অংশগ্রহণকারী দেশগুলো।
