হোম আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনে অংশ নিচ্ছেন না রানি এলিজাবেথ

আন্তর্জাতিক ডেস্ক :

শারীরিক অসুস্থতার কারণে আসন্ন জলবায়ু সম্মেলনে অংশগ্রহণ করবেন না ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথ। স্থানীয় সময় মঙ্গলবার (২৬ অক্টোবর) এই সিদ্ধান্ত জানায় বাকিংহাম প্যালেস।

শারীরিকভাবে উপস্থিত না থাকলেও ভিডিও বার্তায় সম্মেলনে যুক্ত থাকবেন এলিজাবেথ। ভার্চুয়ালি তিনি তার মতামত ও বক্তব্য রাখবেন।

৯৫ বছর বয়সী ব্রিটিশ রানি গেল বুধবার শারীরিক অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি হন। হাসপাতাল কর্তৃপক্ষ তাকে বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছে।

এরপর থেকেই জনসম্মুখে আসেননি তিনি। তবে রাজ পরিবারের অন্যান্য সদস্যরা সম্মেলনে অংশগ্রহণ করবেন।

২২ এপ্রিল আর্থ ডে’তে অনুষ্ঠিত হতে যাওয়া এই জলবায়ু সম্মেলনে বাইডেন বিশ্বের ৪০টি দেশের নেতাকে আমন্ত্রণ জানিয়েছেন। এর মধ্যে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রয়েছেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন