জাতীয় ডেস্ক :
দেশের বৃহত্তম জলপ্রপাত মৌলভীবাজারের মাধবকুণ্ড। এর অপরূপ সৌন্দর্য উপভোগ করতে ভিড় করছেন পর্যটকরা। করোনা মহামারিতে দীর্ঘদিন বন্ধ থাকার পর আবারও প্রাণ ফিরে এসেছে এ পর্যটন কেন্দ্রে। সঙ্গে গতি এসেছে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসা-বাণিজ্যেও। জলপ্রপাতকে আরও আকর্ষণীয় করতে নানা উদ্যোগ নিয়েছে স্থানীয় প্রশাসন।
অপরূপ সৌন্দর্যে সেজেছে মৌলভীবাজারের মাধবকুণ্ড জলপ্রপাত। এতদিন ক্ষীণ ধারায় পানি প্রবাহিত হলেও, এখন বিশাল আকৃতি নিয়ে পাথরের বুকে জল বর্ষণের এক মায়াবী ইন্দ্রজালের সৃষ্টি করেছে।
নিচ থেকে সাড়ে তিনশ ফুট উচ্চতায় অবস্থান মাধবছড়ার। পাথারিয়া পাহাড়ের ওপর দিয়ে গঙ্গামারা ছড়া বহমান। এ ছড়ার পানিই মাধবকুণ্ড জলপ্রপাত হয়ে নিচে পড়ে। বিশাল এই জলরাশি পশ্চিম দিকে প্রবাহিত হয়ে মিশেছে হাকালুকি হাওড়ে।
প্রতিদিনই অসংখ্য পর্যটকরা আসেন প্রকৃতির এই ভালোবাসা উপভোগ করতে। কেউ পানিতে নেমে পড়েন, কেউবা ছবি তুলে স্মৃতিগুলো সংরক্ষণ করেন।
দীর্ঘদিন পর লোক সমাগম বাড়ায় চঞ্চলতা বেড়েছে এখানার পর্যটন সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানে।
মাবধকুণ্ড জলপ্রপাতকে আরও আকর্ষণীয় করতে নানা উদ্যোগ নিয়েছে প্রশাসন। সেই সঙ্গে, পর্যটকদের নিরাপত্তা বাড়াতে বাড়তি ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানান মৌলভীবাজার মাধবকুণ্ড ইকোপার্ক ক্যাম্প ট্যুরিস্ট পুলিশের উপ-পরিদর্শক মো. খলিলুর রহমান।
মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান বলেন, ঝর্ণা, আশপাশের বন এলাকাসহ মাধবকুণ্ডকে আরও আকর্ষণীয় করে তোলা হবে। এবং এটি প্রক্রিয়াধীন।
জেলা প্রশাসনের তথ্য মতে, বড়লেখা উপজেলার মাবধকুণ্ড জলপ্রপাতকে ২০০০ সালে পর্যটন কেন্দ্র হিসাবে ঘোষণা করা হয়।