হোম আন্তর্জাতিক জম্মু-কাশ্মীরে ভারতীয় সেনাশিবিরে সন্ত্রাসী হামলা, আধ ঘণ্টা গোলাগুলি

জম্মু-কাশ্মীরে ভারতীয় সেনাশিবিরে সন্ত্রাসী হামলা, আধ ঘণ্টা গোলাগুলি

কর্তৃক Editor
০ মন্তব্য 10 ভিউজ

আন্তর্জাতিক ডেস্ক:

ভারতের জম্মু ও কাশ্মীরের একটি সেনা শিবিরে সন্দেহভাজন সন্ত্রাসীদের দেখা গেছে। এ সময় সেনাদের সঙ্গে তাদের গোলাগুলির ঘটনা ঘটে। জানা গেছে, সেখানে তিন জন সন্ত্রাসী ছিলেন।

ভারতীয় সংবাদমাধ্যম টেলিগ্রাফের প্রতিবেদন বলছে, শনিবার (২৫ জানুয়ারি) জাম্মু ও কাশ্মীরের কাঠুয়া জেলার পাহাড়ি অঞ্চলে সেনা সদস্যরা সন্ত্রাসীদের চলাফেরার আভাষ পায়। স্থানীয় কাঠুয়া এলাকার একটি অস্থায়ী সেনা ক্যাম্পে মধ্যরাতে এ ঘটনা ঘটে। পরবর্তীতে সৈন্যরা তাদের দিকে গুলি ছোড়ে।

কর্মকর্তারা জানিয়েছেন, এ সময় সন্ত্রাসীরাও পাল্টা গুলি চালায় এবং প্রায় পালাক্রমে আধা ঘণ্টা দুই পক্ষের মধ্যে গোলাগুলি চলে।

তবে উভয় পক্ষে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানা গেছে। সন্ত্রাসীরাও কেউ ধরা পড়েনি। খুব কাছের জঙ্গলে তারা পালিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে।

ইতোমধ্যে সেনা সৈন্যরা সন্ত্রাসীদের খুঁজে বের করার জন্য অভিযান শুরু করেছে। খুব দ্রুত তাদের পাওয়া যাবে বলে মনে করা হচ্ছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন