হোম জাতীয় ‘জমি নিয়ে বিরোধের জেরে’ কন্যাশিশুকে হত্যা

জাতীয় ডেস্ক :

নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার সীমান্ত গ্রাম কল্যাণপুরে বাড়ির পাশ থেকে সাহেদা আক্তার নামে পাঁচ বছর বয়সি এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

স্থানীয়রা জানান, জমি নিয়ে বিরোধের জেরেই শিশুটিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। কে বা কারা করেছে এ তথ্য এখনও নিশ্চিত করতে পারেনি কেউ। তবে শিশুর বাবা দিলু মিয়ার সঙ্গে প্রতিবেশী ইউসুফ মোল্লার বিরোধ ছিল বলে জানায় এলাকাবাসী।

রোববার (১৫ মে) সকালে দিলু মিয়া তার সন্তানের মরদেহ দেখে থানায় খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বেলা ১২টায়।

খালিয়াজুরী থানার ওসি মজিবুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, এটি খালিয়াজুরী এবং সুনামগঞ্জের সীমান্ত গ্রাম। এ গ্রামে জমি নিয়ে দিলু মিয়ার সঙ্গে প্রতিবেশী সুলতান মোল্লার পূর্ববিরোধ ছিল। প্রায় প্রতিদিনই ঝগড়া হতো।

পুলিশ জানায়, রোববার সকালে দিলু মিয়ার সন্তানের মরদেহ পাওয়া গেছে। অস্ত্রের জখম রয়েছে। তবে রাতে শিশুটি কার সঙ্গে ঘুমায় এবং বাবা-মা কেন টের পাননি এসব প্রশ্নের জবাব পাওয়া যায়নি।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন