হোম অন্যান্যসারাদেশ জমি জায়গা সংক্রান্ত বিরোধের ধরে বড় ভাই কর্তৃক ছোট ভাইয়ের স্ত্রীকে হত্যার চেষ্টার অভিযোগে

এম জুবায়ের মাহমুদ, শ্যামনগর (সাতক্ষীরা) :

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কাশিমাড়ি ইউনিয়নে জমি জায়গা সংক্রান্ত বিরোধের ধরে বড় ভাই কর্তৃক ছোট ভাইয়ের স্ত্রীকে হত্যার চেষ্টার অভিযোগে উঠেছে।

এ ঘটনা শ্যামনগর থানায় লিখিত অভিযোগ হয়েছে। লিখিত অভিযোগে জাহানারা বেগম বলেন, গত ইং (৭ জুলাই ) বৃহস্পতিবার সন্ধ্যা অনুমান ৭ টার দিকে মোঃ নূর আলি, পিতা – মৃত আব্দুস সাত্তার গাজী , শাফায়েত হোসেন (সৌরভ) পিতা মোঃ নূর আলি, মোঃ নূর আলির স্ত্রী সায়রা বেগম স্বামী সর্বসাং শংকরকাটি।

মোঃ নূর আলি নেতৃত্বে অজ্ঞাতনামা কয়েক জনের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, সকলে ভূমিদস্যু, জবর দখলকারী, পরসম্পদলোভী, দারুন দুর্দান্ত ও দুর্ধর্ষ, গুণ্ডা ও লাঠিয়াল প্রকৃতির ব্যক্তি। আসামীপক্ষ আমার পারিবারিক লোকজন এবং আমাদের পাশাপাশি বসবাস করে । ভিটা বাড়ীর সম্পত্তি নিয়ে আসামীপক্ষ আমার সহ আমার পরিবারের লোকজনদের সাথে প্রায় সময় গোলযোগ করত ।

তাছাড়া আসামীগণ আমাদের ভিটা বাড়ীর সম্পত্তি জবর দখল করা সহ আমাদেরকে বিভিন্নভাবে হয়রানী ও ক্ষতিগ্রস্থ করার উক্ত বিরোধের জের ধরে আমার স্বামী বাড়ী না থাকার সুযোগে সকল আসামীগণ পূর্ব পরিকল্পিতভাবে হাতে ধারালো দা, লোহার রড, লাঠি – সোটা এবং দেশীয় অস্ত্রে – শস্ত্রে সজ্জিত হয়ে আসামীগণ মোঃ নূর আলি এর নেতৃত্বে আমাকে ঘর ভিতরে হইতে বাচ্চাকে দুধ পান করানো অবস্থায় চুলের মুঠা ধরে টেনে হিছড়ে উঠানে বের করে এলোপাতাড়ীভাবে মারপিট করে । আসামীদের মারপিটের ফলে আমি মাটিতে পড়ে গেলে আসামীদ্বয় আমার গলায় ওড়না পেচিয়ে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করে এবং ধারালো দা দিয়ে আমার মাথার সামনে বাম পাশে কোপ মেরে হাড়কাটা গুরুত্বর রক্তাক্ত জখম করে শ্লীলতাহানী ঘটায়।

এবিষয়ে অভিযুক্ত নূর আলীর সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করলেও সম্ভাব হয়নি।

এ ঘটনায় শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান একটি লিখিত অভিযোগ দিয়েছেন তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন