আব্দুর রহমান :
দৈনিক সাতনদী পত্রিকার আয়োজনে এক উৎসবমুখর ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ রমজান) সাতক্ষীরা শহিদ আব্দুর রাজ্জাক পার্কস্থ পৌর অডিটোরিয়ামে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়, যেখানে জাতীয়, স্থানীয় পত্রিকার সাংবাদিকবৃন্দ, বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধি এবং অন্যান্য অতিথিরা অংশগ্রহণ করেন। ইফতার মাহফিলের শুরুতে সাংবাদিকদের উদ্দেশ্যে শুভেচ্ছা ও দোয়া পাঠ করা হয়। এর পর, সাংবাদিকরা একে অপরের সাথে ইফতার করেন এবং আন্তরিক আলোচনা করেন নানা বিষয়ে।
ইফতার মাহফিলে অংশ নেন সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি এড. আবুল কালাম আজাদ, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জী, জেলা ট্রাফিকের ইন্সেপেক্টর মো. শাহাবুদ্দীন ,দৈনিক দক্ষিণের মশালের সম্পাদক অধ্যক্ষ আশেক ই এলাহী, কষ্ঠশিল্পী আবু আফফান রোজবাবু, সাংবাদিক মোজাফ্ফার রহমান, এম. কামরুজ্জামান, মোস্তাফিজুর রহমান উজ্জল, দিলীপ কুমার দেব, ডাঃ মহিদার রহমান, ইয়ারব হোসেন, এস.এম নজরুল ইসলাম, মেহেদী আলী সুজয়, এস.এম রেজাউল ইসলাম, ইব্রাহিম খলিল, ফারুক রহমান, মীর মোস্তফা আলী, শহিদুল ইসলাম, খন্দকার আনিসুর রহমান, কিশোর কুমার, আব্দুর রহমান, মীর খায়রুল আলম, এস.এম আশরাফুল ইসলাম, আয়ুব হোসেন রানা, আব্দুর রশিদসহ বিভিন্ন পত্রিকার সম্পাদক, বিশিষ্ট সাংবাদিক, সমাজকর্মী এবং বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ইফতার মাহফিলে পত্রিকার সম্পাদক হাবিবুর রহমান সাংবাদিকদের প্রতি তার সম্মান ও কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “আমরা সবাই জানি যে সাংবাদিকরা দেশের গুরুত্বপূর্ণ স্তম্ভ। তাদের শ্রমের মাধ্যমেই সমাজে ন্যায় ও সচেতনতা বৃদ্ধি পায়। আমাদের এই আয়োজন শুধু ইফতার নয়, এটি একটি মিলন মেলা, যেখানে আমরা একে অপরের সাথে গঠনমূলক আলোচনা করতে পারি।” ইফতার মাহফিলটির মূল উদ্দেশ্য ছিল সাংবাদিকদের মধ্যে সম্পর্ক উন্নয়ন এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে পেশাগত জীবনকে আরও উন্নত করা।